বাবর আজম ও জস বাটলার
বাবর আজম ও জস বাটলার

এবার পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি বদলের অনুরোধ, কারণ কালীপূজা

বিসিসিআইয়ের কাছে বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি। কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড লিগ পর্বের ম্যাচ হওয়ার কথা ১২ নভেম্বর।

একই দিন কলকাতায় সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা। স্থানীয় পুলিশ জানিয়েছে, একসঙ্গে দুটি বড় জমায়েতের কারণে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় আছে। যে কারণে সূচি বদলের অনুরোধ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছে সিএবি। এ ক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ এক দিন এগিয়ে ১১ নভেম্বর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচের সূচি বদলের এটি দ্বিতীয় অনুরোধ। এর আগে ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পুনর্বিবেচনার কথা বলেছিল আহমেদাবাদের পুলিশ। ওই দিন আহমেদাবাদে ৯ দিনব্যাপী নবরাত্রি উৎসব শুরু হবে।

ভারত–পাকিস্তান ম্যাচের সূচি পুনর্বিবেচনার কথা বলেছিল আহমেদাবাদের পুলিশ

এরই মধ্যে আহমেদাবাদের বিষয়টি বিবেচনায় নিয়ে পাকিস্তানের দু–তিনটি ম্যাচের সূচিতে বদল আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কলকাতার কালীপূজা বিবেচনায় আরও পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফোর খবরে বলা হয়, বৃহস্পতিবার কলকাতার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সিএবি। বৈঠকে পুলিশের পক্ষ থেকে কালীপূজার দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়। এরপর সিএবির পক্ষ থেকে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি বদলের অনুরোধ জানিয়ে বিসিসিআইয়ের সচিব জয় শাহকে চিঠি পাঠানো হয়।

আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল জুনের শেষ সপ্তাহে। সূচিতে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে সিএবি। এর মধ্যে আছে ২৮ অক্টোবর বাংলাদেশ-নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান, ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড ও ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল।

এরই মধ্যে ভারত-পাকিস্তান ১৫ অক্টোবরের ম্যাচটি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে ওই এক ম্যাচের কারণে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচিতেও বদল আনতে হচ্ছে।

সূচি অনুসারে ১২ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর হলে এক দিন পরই আহমেদাবাদে গিয়ে খেলা সম্ভব হবে না বাবর আজমদের। যে কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ১০ অক্টোবরে এগিয়ে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে।

এখন ১২ নভেম্বরের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও যদি এগিয়ে আনতে হয়, তাহলে অন্য ম্যাচগুলোর ওপর কী প্রভাব পড়বে, সেটি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।