ফিক্সিংয়ে জড়িত সন্দেহে লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গত পরশু আটক করেছে শ্রীলঙ্কার পুলিশ
ফিক্সিংয়ে জড়িত সন্দেহে লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গত পরশু আটক করেছে শ্রীলঙ্কার পুলিশ

বিপিএলের দলও কিনতে চেয়েছিলেন এলপিএলের আটক ফ্র্যাঞ্চাইজি মালিক

ফিক্সিংয়ে জড়িত সন্দেহে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গত পরশু আটক করেছে শ্রীলঙ্কার পুলিশ। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও।

জানা গেছে, গত ১ মার্চ শেষ হওয়া বিপিএলের সর্বশেষ আসরের মাস দেড়েক পর ভবিষ্যতের জন্য ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করে তামিম রহমানসহ আরও কয়েকজনের একটি কনসোর্টিয়াম। বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে তাঁরা মৌখিকভাবে প্রস্তাবটা পাঠিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট একটি পক্ষের মাধ্যমে। গভর্নিং কাউন্সিল তাতে সম্মত হলে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হতো।

তামিম রহমানের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধান ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ব্যক্তিগত কাজে ব্যাংকক সফররত মল্লিক কাল সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘ডাম্বুলা থান্ডার্সের মালিকের আটক হওয়ার খবরটা আমি দেখেছি। আমাদের এখানেও তামিম রহমানসহ কয়েকজনের একটা গ্রুপ অনানুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখিয়েছিল। রেফারেন্স হিসেবে বলেছিল এলপিএলেও তারা দল নিয়েছে।’ সেটা অবশ্য এবারই প্রথম। এলপিএলের ডাম্বুলা দলটি এর আগে ছিল অন্য মালিকানায়, ফ্র্যাঞ্চাইজির নাম ছিল ডাম্বুলা অরা।

বিসিবি কেন তাদের ফ্র্যাঞ্চাইজি দেয়নি জানতে চাইলে মল্লিক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ অনেকেই দেখায়। কিন্তু কেউ আগ্রহ দেখালেই আমরা তাদের ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিই না। আগ্রহীদের ব্যাকগ্রাউন্ড দেখি, তাদের যোগাযোগ কতটা ভালো, কারা তাদের সঙ্গে আছেন, আর্থিক অবস্থা কী—এসব দেখে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হয়। প্রাথমিক যাচাই–বাছাইয়ে আমাদের মনে হয়েছিল, তাদের ব্যাকগ্রাউন্ড ততটা শক্ত নয়। সে জন্যই তাদের কাছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হয়নি।’

তামিম ও তাঁর সঙ্গীরা কাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি কেনার প্রস্তাব দিয়েছিলেন—জানতে চাইলে মল্লিক বিষয়টি এখন আর তাঁর পরিষ্কার মনে নেই বলে জানিয়েছেন।

ওদিকে তামিম রহমানকে গ্রেপ্তারের পর ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। ডাম্বুলার জন্য নতুন মালিক খুঁজছে তারা। অবশ্য মালিকানা বদলালেও দলটি আগের সূচিতেই লিগে অংশ নেবে বলে জানানো হয়েছে। ডাম্বুলা থান্ডার্সের হয়ে এবারের এলপিএলে প্রথমবারের মতো খেলার কথা ছিল বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানের। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাঁকে দলে নেয় ডাম্বুলা।

দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে গত পরশু ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিমকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশের বিশেষ একটি ইউনিট। দুবাইয়ের উদ্দেশে ফ্লাইটে চড়ার ঠিক আগে কলম্বোর বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তামিম ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বলে সন্দেহ করছে শ্রীলঙ্কার পুলিশ।
ডাম্বুলা থান্ডার্সের চুক্তি বাতিল হলেও এলপিএলের আয়োজক আইপিজি গ্রুপ জানিয়েছে, ১ জুলাই থেকে শুরু লিগটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পাঁচ দল নিয়েই হবে। তবে তারা নতুন মালিক নেবে ডাম্বুলার জন্য।