ডিসেম্বরের শুরুতেও খেলে গেছেন বাংলাদেশের মাটিতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের এক ইনিংসে নিয়েছিলেন ৪০ রানে ৬ উইকেট। এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে দলেও ডাক পেয়েছিলেন। যদিও খেলার সুযোগ আর পাননি। সুসময়ের এই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো আইপিএলেও দল পেয়ে গেলেন মুকেশ কুমার।
শুধু দল পাওয়াই নয়, দামও অনেক পেয়েছেন। পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে দিল্লি ক্যাপিটালস তাঁকে সাড়ে পাঁচ কোটি রুপি দিয়ে কিনেছে। ২৯ বছর বয়সে এসে প্রথমবার দল পাওয়াই যেখানে বড় ব্যাপার, সেখানে বড় দাম পেয়ে যাওয়া মুকেশের জন্য সীমাহীন আনন্দের।
এই টাকা দিয়ে কী করবেন, সেটি এখনই ঠিক করে নিয়েছেন ডানহাতি এ পেসার। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জমিয়ে রাখতে চান টাকা, ‘আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসার জন্য জমা থাকবে। মায়ের ফুসফুসে সংক্রমণ। এখন ভালো আছেন। তবে জরুরি অস্ত্রোপচারের দরকার হলে তখন টাকা কাজে লাগাব।’
মুকেশের জন্ম ও বেড়ে ওঠা বিহারে। তবে জীবিকার প্রয়োজনে তাঁর পরিবার এক দশক আগে কলকাতায় চলে আসে। ট্যাক্সি চালিয়ে সংসার চালাতেন মুকেশের বাবা। খেলায় ভালো মুকেশ একপর্যায়ে বাংলার রঞ্জি ট্রফির দলে জায়গা করে নেন।
ছেলের জাতীয় দল বা আইপিএলে ডাক পাওয়া দেখতে পারেননি বাবা। তিন বছর আগে অসুস্থ অবস্থায় মারা গেছেন তিনি। ওই সময় চিকিৎসার জন্য তেমন অর্থ খরচের সুযোগ ছিল না মুকেশের। তবে আইপিএলের সুবাদে এখন তিনি কোটিপতি। মায়ের বেলায় চিকিৎসায় কোনো ত্রুটি রাখতে চান না মুকেশ।
এখন পর্যন্ত ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মুকেশ। উইকেট নিয়েছেন ১২৩টি।