ফটো ফিচার

লারার সঙ্গে দেখা আফ্রিদির, জীবনকে উপভোগ মার্সেলোর

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে শহীদ আফ্রিদির সঙ্গে দেখা ব্রায়ান লারার। ভাই ইউসুফ পাঠানকে নিয়ে জিম আফ্রো টি১০ থেকে বাড়ি ফিরেছেন ইরফান পাঠান। ওদিকে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে ব্রাজিলের সাবেক লেফটব্যাক মার্সেলোর। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—

সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা এই ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ব্রাজিলের কিংবদন্তি কাকা ক্যাপশনে লিখেছেন, ‘পরিবার, ফুটবল ও বন্ধুদের সঙ্গে...।’
 ছবি: ইনস্টাগ্রাম
ভারত জাতীয় দলে সতীর্থ সূর্য কুমার যাদবকে নিয়ে এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন যশস্বী জয়সোয়াল
পিএসজির অনুশীলন উপভোগ করছেন নেইমার। অনুশীলনের এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘সপ্তাহের দারুণ শুরু।’
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের হয়ে খেলেছেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার গাড়ি চালানোর এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘সতেজ ও পরিষ্কার।’
কুকুর পছন্দ ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের। পোষা কুকুরদের এই ছবিটি পোস্ট করে ধাওয়ান লিখেছেন, ‘আমি কি আমার মেয়েদের ঠিকমতো খেতে দিয়েছি নাকি তারা এমনিতেই তাকিয়ে আছে? মন্তব্য আশা করছি।’
আতলেতিকো মাদ্রিদের হয়ে দক্ষিণ কোরিয়ায় প্রাক মৌসুমের প্রস্তুতি সারতে গিয়েছিলেন আর্জেন্টিনার তারকা রদ্রিগো দি পল। সেখানে তোলা এই ছবিটি পোস্ট করে পল লিখেছেন, ‘ধন্যবাদ কোরিয়া। আগামী মৌসুমটা দারুণভাবে কাটাতে আমরা এখনো প্রস্তুতি নিচ্ছি।’
সময় পেলেই স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন স্প্যানিশ কিংবদন্তি সের্হিও রামোস। স্ত্রী পিলার রুবিওকে নিয়ে আজ এই ছবিটি পোস্ট করে রামোস লিখেছেন, ‘পারিবারিক মজা।’
বন্ধু, কি খবর, বলো! কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্রায়ান লারার সঙ্গে সাক্ষাতে কি এই প্রশ্নই করেছেন শহীদ আফ্রিদি
ভাই ইউসুফ পাঠানকে নিয়ে উড়োজাহাজে বাড়ি ফেরার পথে এই ছবিটি পোস্ট করেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান
রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো এখন ফ্লুমিন্সেতে খেলছেন। ব্রাজিলে সময়টা পরিবার নিয়ে ভালোই উপভোগ করছেন মার্সেলো। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন উপভোগ করছি।’