পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে যেন উড়ছেন! প্রথম ম্যাচে ফিফটির পর শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ওয়ানডে বিশ্বকাপে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। যেভাবে অপরাজিত থেকে ৩৪৪ রান তাড়া করে দলকে জিতিয়েছেন, স্বাভাবিকভাবেই এই সেঞ্চুরির বিশেষ তাৎপর্য আছে রিজওয়ানের কাছে। ‘বিশেষ’ এই সেঞ্চুরি গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।
গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে ইসরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক শ মানুষ নিহত হন। এ ঘটনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। আজ টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’
গতকাল রিজওয়ানের অপরাজিত সেঞ্চুরি ও আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতেই পাহাড়সম রান তাড়া করে পাকিস্তান। শুরুতেই দুই উইকেট খোয়ানো পাকিস্তানকে পথ দেখান আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। শফিক আউট হয়ে ফিরে গেলেও থামেননি রিজওয়ান। শরীরও বেঁকে বসেছিল। তবে সব বাধা সামলে জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন তিনি। হায়দরাবাদে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দলের ৬ উইকেটের জয়ে অপরাজিত ১৩১ রান করেন রিজওয়ান।
১২১ বলের অনবদ্য ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। এমন সেঞ্চুরিতে ম্যাচসেরাও হয়েছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রিজওয়ান। টুইটে তিনি লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।’