ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা
ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা

বলছেন ইরফান পাঠান

কোহলি, রোহিত ও সূর্যকুমার ভারত দলে প্রতিবন্ধকতা তৈরি করেছে

রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক। বিরাট কোহলি ভারত তো বটেই, এই মুহূর্তে ক্রিকেটের অন্যতম বড় তারকা। আর টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব। এই তিন ক্রিকেটারই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা ভারতীয় দলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন।

কথাটা যেনতেন কারও নয়, ভারতেরই সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের। রোহিত, কোহলিদের একসময়ের এই সতীর্থ বলেছেন, তারকা ব্যাটসম্যানরা ভারত দলের জন্য যেমন শক্তি, তেমনি দুর্বলতাও।

পাঠান কোহলিদের সঙ্গে প্রতিবন্ধকতার প্রসঙ্গটি টেনেছেন স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায়। মূলত আলোচনার প্রধান বিষয় ছিল ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পর্যাপ্ত অলরাউন্ডারদের অনুপস্থিতি।

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার যেমন ভারতের দুর্বলতা তুলে ধরতে গিয়ে অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে বলেন, ‘অলরাউন্ডারের অভাব ভারতীয় দলের জন্য কিছুটা হলেও দুর্বলতা। অস্ট্রেলিয়ার দিকে তাকালে দেখবেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল আর ক্যামেরন গ্রিনের মতো ব্যাটসম্যান আছেন, যাঁরা একটা ম্যাচে ৪ ওভার বল করতে পারেন। এই দুর্বলতা কাটাতেই হয়তো ভারত শিবম দুবেকে দলে রেখেছে। এটা ছোটখাটো একটা দুর্বলতাই।’

ভারতের বিশ্বকাপ দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়াসহ অন্য অনেক দলের প্রধান ব্যাটসম্যানরা বোলিংও করে থাকেন, যেটা ভারতের ক্ষেত্রে রোহিত, কোহলি কিংবা সূর্যকুমাররা একদমই করেন না। অন্যদের মধ্যে ঋষভ পন্ত ও সঞ্জু স্যামসন উইকেটকিপার।

আর যশস্বী জয়সোয়াল বোলিং জানলেও বিশ্বকাপে তাঁর একাদশে থাকাটাই নিশ্চিত নয়। বাঁহাতি এ ওপেনারকে একাদশে রাখার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে কম্বিনেশন নিয়ে বিশ্লেষণ করেছেন ইরফান পাঠান। তিনি বলেছেন, ‘ভারত যে দলটা নিয়ে খেলতে গেছে, সেখানে দুই কম্বিনেশনে একাদশ গড়া যেতে পারে। একটায় অক্ষর প্যাটেলকে নিয়ে ছয় বোলার, যাতে ব্যাটিং লাইনআপটা একটু লম্বা হবে। আরেকটায় চারজন স্পেশালিস্ট বোলার এবং পান্ডিয়া ও দুবেকে দিয়ে বাকি ওভার (করানো)। এর বাইরে জয়সোয়ালের কথা ভাবা যেতে পারে। সে ম্যাচে বল না করলেও নেটে নিয়মিতই হাত ঘোরায়। যেটা আইপিএলের সময় দুবেও বলেছে যে বিশ্বকাপে এক-দুই ওভার করার জন্য নেটে সে নিয়মিতই বল করেছে।’

টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে সূর্যকুমার যাদব

ভারতের টি-টোয়েন্টি ব্যাটিংয়ে যাঁদের জায়গা পাকা, তাঁদের কেউ বোলিং করতে না পারায় দলে প্রতিবন্ধিতা তৈরি হয় বলে মনে করেন পাঠান, ‘পান্ডিয়া তিন–চার ওভার করতে পারলে তো সমাধান অনেকটা হয়েই গেল। আমাদের অন্য ব্যাটসম্যান, যেমন রোহিত, কোহলি আর সূর্যকুমার, ওরা বোলিং করে না। যেটা আমাদের (দলে) একধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই ব্যাটসম্যানরা যদি বল করতে পারত, তাহলে দল ব্যাপকভাবে উপকৃত হতো। আমরা অস্ট্রেলিয়ার কথা বলছি, এমনকি ইংল্যান্ডের দিকে তাকালেও দেখবেন, ওদের প্রথম সাতজনের মধ্যে মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকসরা অলরাউন্ডার। বোলিং অপশন বেশি থাকাটা সব সময়ই ভালো। এ পরিস্থিতিতে বলব, আমরা অবশ্যই প্রতিবন্ধকতার মধ্যে আছি।’

ভারতের একাদশে বল হাতে নেওয়া খেলোয়াড়ের সংখ্যা কম হওয়ার পেছনে আইপিএলের দায় দেখেন মাঞ্জরেকার। আইপিএলে ইমপ্যাক্ট বদলির নিয়ম থাকায় দলগুলো ব্যাটসম্যানের বদলে বোলার আর বোলারের বদলে ব্যাটসম্যান খেলিয়ে থাকে। ফলে অলরাউন্ডারের উপযোগিতা কম সেখানে। মাঞ্জরেকার বিষয়টি তুলে ধরে বলেন, ‘আইপিএলে ইমপ্যাক্ট বদলির কারণে সমস্যাটা বাড়তে পারে। আমরা এখন বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলারের ওপর নির্ভর করি। কিন্তু বিশ্বকাপে দলগুলোকে কিছু সমন্বয় করতে হয়। কেউ একজনকে ম্যাচে দু-তিনটা ওভার করে দিতে হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে থাকা ভারত প্রথম ম্যাচ খেলবে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে। ‘এ’ গ্রুপে রোহিতদের অন্য তিন প্রতিপক্ষ পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও কানাডা।