টানা চার ম্যাচ জিতে উড়ছে ভারত
টানা চার ম্যাচ জিতে উড়ছে ভারত

টানা ৪ ম্যাচ জেতা ভারত দলে এ কী হচ্ছে

অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের পর বাংলাদেশ—প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে রোহিত শর্মার ভারত। আর সেই জয়ও যেনতেন নয়, চার ম্যাচেই প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে যথাক্রমে ৬ ও ৮ উইকেটে হারিয়েছে ভারত। এরপর পাকিস্তান আর বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই জয় ৭ উইকেটে।

দুর্দম্য এই ভারতকে কে থামাবে এবারের বিশ্বকাপে, এরই মধ্যে এমন একটি আলোচনা ক্রিকেট মহলে চলছে। এর উত্তরটা আসছে এ রকম, হয়তো কোনো দলই এই বিশ্বকাপে ভারতকে থামাতে পারবে না। আলোচনা যখন এই পথে এগোচ্ছে, তখন ভারতকে কিছুটা হলেও এলোমেলো করে দিয়েছে চোট।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হার্দিক পান্ডিয়া

ভারত দলে চোটের শুরু হার্দিক পান্ডিয়াকে দিয়ে। বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বশেষ ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩টি বল করতে পারা পান্ডিয়া ২৯ অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আরেক অপরাজিত দল নিউজিল্যান্ড। ধর্মশালায় আজ সেই দলেরই মুখোমুখি হবে ভারত। এর আগে ভারত দলে যোগ হয়েছে আরও চোট। কাল অনুশীলনের সময় নেটে ব্যাট করতে গিয়ে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব। পান্ডিয়ার জায়গায় আজ যাঁর খেলার সম্ভাবনাই বেশি ছিল।

মৌমাছি কামড়ে দেওয়ার পর ঈশান কিষান

থ্রোডাউন বিশেষজ্ঞের ছোড়া বলে ব্যাটিং করছিলেন সূর্যকুমার। হঠাৎই কবজিতে বল লাগে তাঁর এবং তীব্র ব্যথায় কাতরাতে থাকেন। আজ খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। ভারতের হয়ে এ বছর ১৪টি ওয়ানডে খেলে ২৩.৫৮ গড়ে ২৮৩ রান করেছেন সূর্য। এই রেকর্ড খুব আহামরি না হলেও বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ফিফটি করেছিলেন তিনি।

চোটটোট নয়, তবে অন্যরকম এক ঘটনা ঘটেছে ভারতের আরেক ব্যাটসম্যান ঈশান কিষানের সঙ্গে। অনুশীলনের সময় তাঁকে কামড়ে দিয়েছে মৌমাছি। ঠিক ঘাড়ের পেছনের এই কামড়ে কিছুটা অস্বস্তিতেই পড়ে গিয়েছিলেন এ বছর ১৭টি ওয়ানডে খেলে ৩৫.০৭ গড়ে ৪৫৬ রান করা ঈশান। জানা গেছে, এখন তিনি ঠিক আছেন। তা না হয় আছেন। কিন্তু ঘরের মাঠের বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা ভারতের সঙ্গে এসব হচ্ছেটা কী, এমন প্রশ্ন কেউ করতেই পারেন!