আরও একবার আইপিএলে মুখোমুখি বিরাট কোহলি ও গৌতম গম্ভীর
আরও একবার আইপিএলে মুখোমুখি বিরাট কোহলি ও গৌতম গম্ভীর

কলকাতা–বেঙ্গালুরু

আবার মুখোমুখি গম্ভীর-কোহলি, ‘বৈরিতা’র নতুন অধ্যায় দেখার অপেক্ষায় স্মিথ

আরও একবার আইপিএলে মুখোমুখি বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। গত মৌসুমে কোহলি-গম্ভীর দ্বন্দ্ব নিয়ে  আলোচনা কম হয়নি! ঝামেলায় জড়িয়ে দুজনেই শতভাগ ম্যাচ ফি জরিমানা দিয়েছিলেন। এবার অবশ্য গম্ভীর নতুন দলের হয়ে কোহলির মুখোমুখি হতে যাচ্ছেন।

গত মৌসুমে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক, এবার তিনি কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক। তা গম্ভীর- কোহলি যে দলে যেমন দায়িত্বেই থাকুক, হাল না ছাড়ার মানসিকতার এই দুই ক্রিকেটার মুখোমুখি হলেই নতুন গল্প তৈরি হয়। এবার সেই গল্প দেখার অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ভারতের সাবেক পেসার বরুণ অরুণ।

স্টার স্পোর্টসে এই দুই ক্রিকেটারের মুখোমুখি হওয়া নিয়ে বরুণ বলেছেন, ‘বাউন্ডারি লাইনের ম্যাচ–আপ দেখার জন্য আমি অপেক্ষা করছি। গৌতম গম্ভীর আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ডাগআউটের পাশের বাউন্ডারি লাইনেই থাকবে, জানি না সেখানে কী হবে! আপনি জানেন বিরাট কেমন, সব সময়ই তেতে থাকতে পছন্দ করে।’

গত বছর এভাবেই ম্যাচ শেষে দ্বন্দ্বে জড়ান গৌতম গম্ভীর ও বিরাট কোহলি

অন্যদিকে স্টার স্পোর্টসেই স্মিথ বলেছেন, ‘দেখার মতো একটা লড়াই হবে। এই লড়াইটা ভিন্ন কিছু হবে না! এটার জন্য অপেক্ষা করছি। বিরাট সর্বশেষ ম্যাচে দুর্দান্ত ছিল, সে ভয়ংকর কিছু লক্ষণ দেখিয়েছে। আগামীকাল (আজ) এই লড়াই দেখতে আমি অপেক্ষায় আছি।’

কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ দিয়েই কোহলি-গম্ভীরের প্রথম বৈরিতার শুরু হয়েছিল। ২০১৩ আইপিএলে প্রথমবার বিবাদে জড়িয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের গম্ভীর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোহলি। দুজনেই তখন নিজ নিজ দলের অধিনায়ক। সবার ধারণা ছিল, ভারতীয় দলের দুই সাবেক সতীর্থের ঝামেলা বুঝি সেখানেই মিটমাট হয়ে গেছে। কিন্তু আসলে কিছুই হয়নি, যা স্পষ্ট হয়েছে গত মৌসুমে দুজনের ক্ষোভের বিস্ফোরণ দেখে।

এবারের আইপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হারা বেঙ্গালুরু পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিতেছে কোহলির ৪৯ বলে ৭৭ রানের ইনিংসে। অন্যদিকে কলকাতা ম্যাচ খেলেছে ১টি, সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে তারা।