বিশ্বকাপ-ব্যর্থতার পর দ্রুতই পাকিস্তান দলের কোচিং স্টাফে আসে ব্যাপক রদবদল। সেই রদবদলের অংশ হিসেবে মিকি আর্থারকে সরিয়ে আগেই দলের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। এবার ঘোষণা করা হলো, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ৪৩ বছর বয়সী হাফিজই থাকবেন পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায়। বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন গ্রান্ট ব্র্যাডবার্ন।
পাকিস্তান দলে কোচিংয়ে রদবদল শুরু হয় ১৫ নভেম্বর। সেদিনই পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম। তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর জায়গায় পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শান মাসুদকে। আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়েছেন শাহিন আফ্রিদি। ওয়ানডে দলের অধিনায়ক এখনো কাউকে করা হয়নি।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে দলের পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব একজনকেই দেওয়া হবে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে তারা ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ আর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রধান কোচ করেছে হাফিজকে।
পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২১ সালে খেলা সাবেক এই অলরাউন্ডারের এর আগে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই। তবে তাঁর হাত ধরেই পাকিস্তান এবারের বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আবার নতুন করে যাত্রা শুরু করতে চায়।
১৯৯২ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিল পাকিস্তান। কিন্তু প্রথম রাউন্ডে ৯ ম্যাচের মাত্র ৪টি জিতে ছিটকে পড়েছে তারা। এর পর থেকেই দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ আর বোর্ডের সমালোচনায় মুখর হন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।