তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

কেন টেস্ট খেলতে চান না, জানালেন তাসকিন

অনেক চেষ্টা করেও টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না তাসকিন আহমেদ। গত বছর জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ছিল দীর্ঘ পরিসরের ক্রিকেটে তাসকিনের সর্বশেষ ম্যাচ। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সর্বশেষ টেস্ট সিরিজ খেলা হয়নি এই পেসারের। ছিলেন না বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরেও।

এখনো ম্যানেজ করে করে খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকতে হবে।
তাসকিন আহমেদ, অধিনায়ক, দুর্দান্ত ঢাকা

চলমান বিপিএল দিয়ে খেলায় ফিরলেও টেস্ট ক্রিকেটে তাসকিনের খুব দ্রুতই ফেরা হচ্ছে না। চোটের সঙ্গে যুদ্ধে পরাজিত তাসকিন টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন। গতকাল দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের পর তাসকিন সংবাদমাধ্যমে জানিয়েছেন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ।
নিজের কাঁধের চোটের অবস্থা জানিয়ে তাসকিন বলেছেন, ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়ে যাওয়া) ছিল, সর্বশেষ এমআরআই যখন করেছিলাম বিশ্বকাপের সময়। এখনো ম্যানেজ করে করে খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকতে হবে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’

কা্ঁধের চোটের সঙ্গে যুদ্ধে পেরে উঠছেন না তাসকিন। চোট থেকে একটু সেরে উঠলেই ফিরতে চান টেস্ট ক্রিকেটে

চোট একটু ভালো হলেই টেস্টে ফেরার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তাসকিন, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায়…যদি আগামীতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব (টেস্ট খেলার)। এ জন্য বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়। কারণ মেডিকেল দল বা সবার কাছেই প্রমাণ আছে, লুকানোর কিছু নাই।’ এ ব্যাপারে বিসিবির প্রতিক্রিয়া কী ছিল, তা জানতে চাইলে তাসকিনের উত্তর, ‘বলেছে বিপিএলের পর বসবে। কোচ এলে বোর্ডের সবাই মিলে বসবে। তখন কথা বলবে।’

গতকাল নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনের চোটে বিপিএলে অধিনায়ক হিসেবে তাসকিনের অভিষেক হয়ে গেল। তাসকিনের দল ঢাকা ৫ উইকেটে হারলেও নতুন দায়িত্ব বেশ উপভোগ করেছেন তিনি, ‘অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতাটা ভালোই ছিল। মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়েছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়েছে, নিজের তাড়াতাড়ি রেডি হতে হয়েছে। ভিন্ন অভিজ্ঞতা ছিল। প্রথম ১০ ওভার আশাবাদীও ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হেরে গেলাম। এটাই খারাপ লাগছে।’

বিপিএলে গতকাল অধিনায়ক হিসেবে অভিষেক হলো তাসকিনের

অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ হারলেও ইতিবাচক বিষয়ও দেখছেন তাসকিন। তাঁর মুখেই শুনুন, ‘একটা ভালো জিনিস যে অনেক দিকে মনোযোগ রাখতে হয়। এটা “গেম অ্যাওয়ারনেস” বা “গেম সেন্স”ও তৈরি করবে আশা করছি। নিজের ভবিষ্যতের জন্যও ভালো।’