সিলেট টেস্টের স্কোরকার্ডে তাকালেই গল্পটা পরিষ্কার হয়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের ৩২৮ রানের হারের কারণ যে ব্যাটিং ব্যর্থতা, তা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন জানতেন, এমন হারের পর সংবাদ সম্মেলনে তাঁকে ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিতে হবে। তিনিও নিজেদের ভুল মাথা পেতে নিলেন।
চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা দেখিয়ে তিনি বলেছেন, ‘ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি, এমন নয়। দুই দলেরই টপ অর্ডারেরই সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব।’
ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গে নাজমুলকে লিটন দাসের আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না।’
দ্বিতীয় ইনিংসে অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে আউট হয়েছেন নাজমুল নিজেও। নিজের সেই দৃষ্টিকটু আউট নিয়ে নাজমুলের ব্যাখ্যাটা ছিল এমন, ‘আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’
লিটনও পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেন, এমন আশার কথা শুনিয়েছেন নাজমুল। লিটনকে বিশ্রাম দেওয়া উচিত কী না, এ প্রশ্ন করা হলে নাজমুলের উত্তর ছিল, ‘লাস্ট ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর বিশ্রামের কথাই চিন্তা করেছি। কারণ, ও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার এখন পর্যন্ত। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিৎ, এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই ওকে সাপোর্ট করছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি খুবই আশাবাদী, পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।’