পাকিস্তানের ব্যাটার বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা
পাকিস্তানের ব্যাটার বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা

দুর্ঘটনায় আহত পাকিস্তান নারী দলের দুই ক্রিকেটার

পাকিস্তানের ব্যাটার বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা গতকাল গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। সিটি স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে, তাঁদের চোট খুব একটা গুরুতর নয়—এক বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে দুজনকেই তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের বোর্ডের চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে এই দুজনই জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। করাচিতে আগামী ১৮ এপ্রিল তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির সিরিজটি শুরু হওয়ার কথা। পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছে গত ডিসেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিসমাহ ও ফাতিমা দুজনেই সেই সিরিজে খেলেছেন। ৩ ম্যাচের সিরিজে বিসমাহ ৮৯ রান করেন। তৃতীয় ওয়ানডেতে খেলেন ৬৮ রানের ইনিংস, যে ম্যাচটিতে সুপার ওভারে গিয়েছিল পাকিস্তান। অন্যদিকে ফাতিমা সেই সিরিজে উইকেট নেন ৬টি, যা সিরিজে সর্বোচ্চ।

বিসমাহ পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেছেন ১৩৩টি, রান করেছেন ৩২৭৮। টি-টোয়েন্টি খেলেছেন ১৪০টি, রান ২৮৯৩। সেই তুলনায় কিছুটা নতুন ফাতিমা। তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেছেন ১৫টি, উইকেট পেয়েছেন ২৭টি। ৫টি টি-টোয়েন্টি খেলে উইকেট ২টি।