তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

আইপিএলে ‘৩-এ ০’ তাসকিনের হতাশা

কাঁধের চোটে মাঠের বাইরে সময় কাটছে তাসকিন আহমেদের। চলছে মাঠে ফেরার লড়াই। সে লড়াইয়ে সুখবরও আছে। মিরপুরে অনুশীলনে পুরো রানআপে বল করতে শুরু করেছেন কোনো সমস্যা ছাড়াই। তাসকিনের আশা, আসন্ন বিপিএল দিয়েই ফিরতে পারবেন মাঠে।

কিন্তু আশার পিঠে আছে একটা হতাশাও, যেটা আসলে গত কয়েক বছর ধরেই বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ দলের এই পেসার। সেই হতাশা বারবার ডাক পেয়েও আইপিএলে খেলতে না পারার। মিরপুরে আজ সে কথাই আরও একবার বলেছেন তাসকিন।

সাংবাদিকদের তাসকিন বলেছেন, ‘সবারই ইচ্ছা থাকে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার, আমারও থাকে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বারবার মিস করতে অবশ্যই ভালো লাগে না।’

বিপিএলটাই টার্গেট, বিপিএল দিয়ে আবার শুরু করা। বিপিএল আসতে এখনো প্রায় দুই সপ্তাহের বেশি বাকি। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা ভালো করার।
তাসকিন আহমেদ

আইপিএলের নিলামে এবার ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছিল তাসকিনের। বাংলাদেশ দলের আরেক পেসার শরীফুল ইসলামের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। কিন্তু বিসিবি আগেই বিসিসিআইকে জানিয়ে দেয়, জাতীয় দলের ব্যস্ততা থাকবে বলে দুজনের কেউই ২০২৪ সালের আইপিএলে খেলতে পারবেন না।

তাসকিন আক্ষেপ করে বলেছেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এসেছে, এবারও মিস হলো। শুধু আইপিএল নয়, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। কিন্তু বোর্ড বিভিন্ন কারণে ছাড়পত্র দিতে চায় না। কারণ, খেলাও থাকে, আবার স্বাস্থ্যগত ব্যাপারও আছে।’

চলছে তাসকিনের মাঠে ফেরার লড়াই। পুরো রানআপে বোলিং শুরু করেছেন

আইপিএলে খেলার ব্যাপারে এবারও বিসিবির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তাসকিন। বিসিবি বলেছে বিবেচনা করে দেখবে। তাসকিনও তাকিয়ে সেদিকে, ‘এ নিয়ে তিনবার সুযোগ এল, এবারও মিস হলো। আশা নিয়ে আছি, ভবিষ্যতে হয়তো আবার সুযোগ আসবে।’

কাঁধের চোট নিয়ে অবশ্য তিনি ভালো খবরই দিয়েছেন। পুরো রানআপে বোলিং শুরু করে কোনো সমস্যা ছাড়া ৫টি সেশন বোলিং করেও ফেলেছেন। তাসকিনের এখন অপেক্ষা বিপিএল দিয়ে মাঠে ফেরার, ‘আগের চেয়ে আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো। বিপিএলটাই টার্গেট, বিপিএল দিয়ে আবার শুরু করা। বিপিএল আসতে এখনো প্রায় দুই সপ্তাহের বেশি বাকি। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা ভালো করার।’

চোটের কারণে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে নিজে খেলতে পারেননি। তবে নিজে যেহেতু পেসার, সফরে বাংলাদেশ দলের পেসারদের পারফরম্যান্সটা তাসকিন উপভোগ করেছেন দেশে বসেই, ‘এটা খুবই স্বস্তির। সবাই এত ভালো বল করেছে! ফাস্ট বোলারদের দাপটে এই প্রথম আমরা নিউজিল্যান্ডে জয় পেয়েছি। ফাস্ট বোলার হিসেবে এটা শান্তির।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে বোলিং করা যেকোনো পেসারের জন্যই আনন্দের। এবার সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে কিছুটা আফসোস অবশ্য আছে তাসকিনের, ‘নিউজিল্যান্ডে বোলিং করাটা আমি অনেক উপভোগ করি। সিম মুভমেন্ট ভালো পাওয়া যায় সেখানে। দলে থাকতে পারলে উপভোগ করতাম, জয়ের সাক্ষী হতাম।’

চোটের কারণে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি তাসকিন

তাসকিন তবু সান্ত্বনা খুঁজে পাচ্ছেন এই ভেবে যে পেসারদের অবদানে নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ‘দিন শেষে তো আমাদেরই দল। সবাই আমরা একই। জিততে পারাটাই আসল। সামনে পেস বোলিং গ্রুপ আরও ভালো করবে, এটাই আশা। সবাই মিলে আরও জয় উপহার দেব’—বলেছেন বাংলাদেশ দলের পেসার।