পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ
পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ে অশ্বিনের দুঃখ প্রকাশে পাকিস্তানকে নিয়েই শেহজাদের ব্যঙ্গ

মাঠের ক্রিকেটের আলোচনায় আহমেদ শেহজাদ নামটা এখন আর শোনা যায় না। পাকিস্তান সুপার লিগ থেকে অবসর নিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।

জাতীয় দলের দরজা তো অনেক আগে থেকে বন্ধ। মাঠের চেয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি তৎপর শেহজাদ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর কয়েক দফা পাকিস্তান দলের সমালোচনা করেছেন শেহজাদ। এবার বাংলাদেশ সিরিজ নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কথার জবাবে আরও একবার পাকিস্তান ক্রিকেট নিয়ে ব্যঙ্গ করেছেন সাবেক এই ওপেনার।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ হারার পর ইউটিউব চ্যানেলে পাকিস্তান দল নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অশ্বিন। এই ভারতীয় স্পিনার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের নাম উল্লেখ করে বলেছেন, বিশ্বাস হচ্ছে না পাকিস্তান দল এখন কোথায় নেমে গেছে। তিনি বলেছিলেন, ‘আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে কার জন্য জানেন? পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের জন্য। ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামাম উল হক, ইজাজ আহমেদ, সেলিম মালিক, সাঈদ আনোয়ার, আমির সোহেল...এমন আরও কত নাম। পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্য কত সমৃদ্ধ।’

পাকিস্তানকে ধবলধোলাই করার পর সিরিজের ট্রফি সামনে রেখে বাংলাদেশ দলের উচ্ছ্বাস

অশ্বিনের হতাশা প্রকাশ নিয়ে ইউটিউবে কথা বলেছেন শেহজাদ। তবে অশ্বিনকে কোনো জবাব না দিয়ে তিনি ব্যঙ্গ করেছেন পাকিস্তানের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে। শেহজাদ বলেছেন, ‘আপনি কেন অবাক হচ্ছেন, অশ্বিন? উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এখানে সব ঠিক আছে। এখানে স্টেডিয়াম তৈরি হচ্ছে, আপনি দেখছেন না? একটুও বিস্মিত হবেন না। আপনি কি দেখছেন না, পাকিস্তান একটা চ্যাম্পিয়নস কাপ আয়োজন করছে। অপেক্ষা করুন আর দেখুন, কতজন খেলোয়াড় এখান থেকে বেরিয়ে আসে। এখান থেকে কীভাবে পেসার উঠে আসে। আপনি কি এটা দেখছেন না? আপনি কেন অবাক হচ্ছেন!’

বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর লাল বলের ক্রিকেট আরও বেশি খেলার কথা বলেছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে ইংল্যান্ড সিরিজের আগে সেই সুযোগ পাকিস্তান পাচ্ছে না। কারণ, ১২ সেপ্টেম্বর শুরু হবে চ্যাম্পিয়নস কাপ। পাঁচ দলের এ টুর্নামেন্ট শেষ হবে ২৯ সেপ্টেম্বর। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আট দিন আগে। এ সময়ে পাকিস্তানের ক্রিকেটারদের ওয়ানডে খেলা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। শেহজাদও সেই তালিকায় যুক্ত হলেন।

পাকিস্তান দল নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অশ্বিন

শেহজাদ এরপর যথারীতি পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতা ও খেলোয়াড়দের বাজে ফর্মের বিষয়টি সামনে এনেছেন। তিনি বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে না হয় না গেলাম। দলে গ্রুপিং থাকলেই বা কী? বর্তমান খেলোয়াড়ের যদি পারফর্ম না করে, তাতেই বা কী! এটা বড় কোনো বিষয় নয়। দয়া করে উদ্বিগ্ন হবেন না, অশ্বিন।’