লঙ্কানদের উইকেট উদ্‌যাপন
লঙ্কানদের উইকেট উদ্‌যাপন

কলম্বো টেস্ট: দুই ফার্নান্ডো আর জয়াসুরিয়ার দাপটে শ্রীলঙ্কার দিন

কলম্বো টেস্টে আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৯৮ রানে। জবাবে বিনা উইকেটে ৮০ রান তুলে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

সাম্প্রতিক বছরগুলোয় শ্রীলঙ্কা-আফগানিস্তান মনে রাখার মতো বেশ কিছু ম্যাচ উপহার দিয়েছে। সেগুলো সবই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। টেস্টে আজই প্রথমবার মুখোমুখি হয়েছে দুই দল।

টস করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে বেশ মজাই করেছেন হাশমতউল্লাহ শহীদি। ডি সিলভার মুখের কাছে শহীদি নিজেই মাইক্রোফোন নিয়ে জিজ্ঞাসা করেছেন, ব্যাটিং নাকি বোলিং—আগে কী করতে চান?

টেস্ট অধিনায়ক হিসেবে দুজনই আসলে নতুন। আফগানিস্তানের ব্লেজার পরে শহীদি প্রথমবার টস করেছেন গত বছরের জুনে, বাংলাদেশের বিপক্ষে মিরপুরে। আজ প্রথমবার এই অভিজ্ঞতা হয়েছে ধনঞ্জয়ার। শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো তাঁর।

শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে আজ অভিষেক হয়েছে ধনঞ্জয়া ডি সিলভার (বাঁয়ে)

টেস্ট নেতৃত্বের অভিষেকে টস জিতেছেন ধনঞ্জয়া। তিনি শহীদির আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে এর পরের গল্পটা ‘দুই ফার্নান্ডো’ বিশ্ব ও আসিতা এবং প্রবাত জয়াসুরিয়ার। ধনঞ্জয়ার সিদ্ধান্তকে যেন সঠিক প্রমাণ করতেই নেমেছিলেন তাঁরা। এ তিনজনের দাপুটে বোলিংয়ে আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৯৮ রানে।

জবাবে বিনা উইকেটে ৮০ রান তুলে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা, আফগানদের চেয়ে পিছিয়ে আছে ১১৮ রানে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটসম্যানরাও যেভাবে শুরু করেছেন, তাতে প্রথম দিনটা নিজেদের করে নেওয়ার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণটাও যে নিতে চলেছে লঙ্কানরা—এমন ধারণা করাই যায়।

এই টেস্টে দুই দল মিলিয়ে আজ অভিষেক হয়েছে পাঁচজনের। শ্রীলঙ্কার চামিকা গুনাসেকারা এবং আফগানিস্তানের নুর আলী জাদরান, জিয়া উর রেহমান, মোহাম্মদ সালিম ও নাভিদ জাদরানের।

রহমত শাহ ছাড়া আফগানিস্তানের আর কেউ ইনিংস বড় করতে পারেননি

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুটি ম্যাচ খেলা ইব্রাহিম জাদরানকে ম্যাচের দ্বিতীয় বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন আসিতা ফার্নান্ডো। শুরুর ধাক্কাটা অবশ্য ভালোভাবেই সামলে উঠেছিল আফগানিস্তান। অভিষিক্ত নুর ও অধিনায়ক শহীদির সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন রহমত শাহ। কিন্তু উইকেটে থিতু হওয়ার পর নুর-শহীদি দুজনই বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডোর শিকার হন।

দুই ফার্নান্ডোর পর জয়াসুরিয়ার ঘূর্ণিতে দিশাহারা হয়ে ওঠে আফগানরা। তাঁর বলে কোনো রান না করেই বোল্ড হন নাসির জামাল। এরপর সর্বোচ্চ ৯১ রান করা রহমতকে ফিরিয়ে সফরকারীদের সবচেয়ে বড় ধাক্বাটাও দেন জয়াসুরিয়া।

রহমত আউট হওয়ার পর আফগানিস্তানের আর কেউ ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি। আসিতা ও বিশ্ব দ্রুত উইকেট তুলে নিয়ে আফগানদের ২০০-এর আগেই আটকে দেন। একপর্যায়ে ২ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলা আফগানিস্তান আর ৮৯ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায়।

নিজের বলেই ক্যাচ নিয়ে অভিষিক্ত নুর আলী জাদরানকে ফেরান আসিতা ফার্নান্ডো

প্রথম ইনিংস শুরু করতে নেমে ওয়ানডে ঢঙে ব্যাট করতে নামেন লঙ্কানদের সদ্য সাবেক টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে ও তাঁর উদ্বোধনী সঙ্গী নিশান মাদুশকা। দুজনের দারুণ ব্যাটিংয়ে ১৪ ওভারেই ৮০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। করুণারত্নে ৪২ ও মাদুশকা ৩৬ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ১ম ইনিংস : ৬২.৪ ওভারে ১৯৮
(রহমত ৯১, নুর ৩১, কাইস ২১, ইকরাম ২১; বিশ্ব ৪/৫১, আসিতা ৩/২৪, জয়াসুরিয়া ৩/৬৭)

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৪ ওভারে ৮০/০
(করুণারত্নে ৪২*, মাদুশকা ৩৬*; মাসুদ ০/১৮, সালিম ০/১৯)

* ১ম দিন শেষে