লাহোরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ
লাহোরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের ইতিহাস বদলাতে চান শান মাসুদ

সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ডিসেম্বর পার্থে পাকিস্তানের ৩৫তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নামবেন শান মাসুদ। অস্ট্রেলিয়ায় টেস্ট অধিনায়কত্ব করা ১২তম পাকিস্তানি অধিনায়ক হবেন তিনি। তাঁর পূর্বসূরি ১১ জন যা করতে পারেননি, মাসুদ করতে চান সেটিই—অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়।

১৯৬৪ সালে হানিফ মোহাম্মদের নেতৃত্বে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যায় পাকিস্তান, শেষ চার বছর আগে অধিনায়ক ছিলেন আজহার আলী। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ১৩টি টেস্ট সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। শুধু সিরিজ কেন, এখন পর্যন্ত সেখানে ৩৭টি টেস্ট খেলা হয়েছে, তারা জিতেছে মাত্র ৪টি। তবে শেষ জয়টি এসেছে ২৮ বছর আগে। ‘ডাউন আন্ডার’-এ টানা ১৪টি হারের রেকর্ড নিয়েই এবার যাচ্ছে পাকিস্তান।

মাসুদ বদলাতে চান সেই রেকর্ডই। দেশ ছাড়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের নতুন অধিনায়ক বলেন, ‘আপনি যখন ইতিহাসে কোনো কিছু অর্জন করেননি, তখন আপনার সামনে সুযোগ আছে সেটি বদলানোর। ফলে আমরা পাকিস্তানের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচক ফল আনার চেষ্টা করব।’

বিশ্বকাপে ভরাডুবির পর ব্যাপক রদবদল এসেছে পাকিস্তান দল ও টিম ম্যানেজমেন্টে। তিন সংস্করণের অধিনায়কত্বের পদ থেকে বাবর সরে দাঁড়ানোর পর টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয় মাসুদকে।

অধিনায়ক হিসেবে নিজের সামগ্রিক লক্ষ্যের কথা তিনি জানিয়েছেন এভাবে, ‘দেশই সবার আগে, কিন্তু প্রতিদিনের ফলের ওপর নির্ভর করলেই সমস্যা তৈরি হয়। আমরা এমন ক্রিকেট খেলতে চাই, যেটি আমাদের সমর্থকেরা উপভোগ করতে পারে। আমাদের সমর্থকেরা প্রচেষ্টা ও লড়াই চায় আমাদের কাছ থেকে এবং প্রতিদিনের ফলের চেয়ে সেটিই বেশি গ্রহণযোগ্য তাদের কাছে।’

মাসুদ এরপর বলেন, ‘আমাদের সমর্থকদের চাহিদার সঙ্গে যায় এমন ব্র্যান্ড ও স্টাইলের ক্রিকেট খেলতে চাই। তেমন করতে পারলে ফল আসবে।’

অনুশীলনে পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদ

শেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তার আগে ২০১৬ সালে প্রথম ও শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তারা হেরেছিল ৩৯ রানে। আগের দুটি সিরিজের দিকে ফিরে তাকিয়ে মাসুদ এবারের লক্ষ্য প্রসঙ্গে বলেন, ‘২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে আমরা গ্যাবা টেস্টে জেতার কাছে গিয়েছিলাম। ২০১৯ সালেও ব্যাটিংয়ে ভালো করেছিলাম। যদিও সেটির উন্নতি করতে চাই আমরা। শেষবার আমরা ২০ উইকেট নেওয়ার ধারেকাছেও যেতে পারিনি। আমরা এবার ৪০০-এর ওপর রান করা এবং ২০ উইকেট নেওয়ার চেষ্টা করব। এটিই আমাদের লক্ষ্য। তবে বাকি কৌশলগত সিদ্ধান্ত সেখানকার কন্ডিশন পর্যালোচনা করেই নেওয়া যাবে শুধু, কারণ আগে থেকে কৌশলের কথা বলে লাভ নেই।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে পাকিস্তান। তাদের এবারের প্রতিপক্ষ শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন, যারা সম্প্রতি জিতেছে ৫০ ওভারের বিশ্বকাপও। তবে এ সিরিজের জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছে তাঁর দল, মাসুদের দাবি এমন।

মাসুদ বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডিতে আমাদের অনুশীলন ক্যাম্পে অস্ট্রেলিয়ান কন্ডিশন অনুকরণ করতে চেয়েছি, যাতে বাউন্সি পিচ ছিল। আমরা ঘাস রেখে দিয়েছিলাম, গতি ও বাউন্স আনতে সে অনুযায়ী রোল করেছি। ম্যাচ পরিস্থিতিতে খেলেছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করা বোলারদের ডেকেছি।’

এ সফরে অস্ট্রেলিয়ায় কোচিং করানো সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম হোলিওককে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাঁর নিয়োগ কাজে দেবে বলে আশা মাসুদের।