বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারের ১২ বছর, মানে এক যুগ পূর্ণ হলো আজ। ২০১১ সালের ২০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে অভিষেক হয়েছিল তাঁর। ১২ বছরের পথচলায় কোহলি খেলেছেন ১০৯ টেস্ট, ৪৮.৭২ গড়ে করেছেন ৮৪৭৯ রান। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের টেস্টে সেঞ্চুরির সংখ্যা ২৮, ফিফটিও ২৮। ৩৪ বছর বয়সী কোহলি গড়েছেন অসংখ্য রেকর্ড।
ওয়ানডে ক্রিকেটে অভিষেকের প্রায় তিন বছর পর কোহলির টেস্ট অভিষেক হয়েছিল। মজার ব্যাপার, শচীন টেন্ডুলকারের বিশ্রামে থাকার কারণেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। অভিষেকটা মোটেও স্মরণীয় ছিল না কোহলির। অভিষেক সিরিজে ৫ ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছিল ৭৬ রান। সেই কোহলিই এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কোহলির টেস্ট অভিষেকের ১২ বছর পূর্তিতে তাঁর ক্যারিয়ারের ১২টি তথ্য হয়তো আপনার জানাই, তারপরও এর কয়েকটি হয়তো আপনার অজানাই রয়ে গেছে...
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকার কিংস্টনে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির ২০১১ সালের ২০ জুন। অভিষেক টেস্টে কোহলি ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে ১০ বলে ৪ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন ৫৪ বলে ১৫ রানে করে। দুবারই তিনি শিকার হয়েছিলেন ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডসের। দুবারই তিনি উইকেটের পেছনে ধরা পড়েছিলেন কার্লটন বাফের হাতে।
ভারতের মাটিতে কোহলির প্রথম টেস্টও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেটি ২০১১ সালের নভেম্বরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রথম ইনিংসে কোহলি করেছিলেন ৫২, দ্বিতীয় ইনিংসে ৬৩।
কোহলির প্রথম টেস্ট সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে, অ্যাডিলেডে ২০১২ সালে প্রথম ইনিংসে করেছিলেন ১১৬ রান। তাঁর সর্বশেষ সেঞ্চুরিটিও (২৮তম) এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই, এ বছরের মার্চে ১৮৬।
জয়ের হিসাবে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি জিতিয়েছেন ৪০টি টেস্ট। দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি টেস্ট জিতেছেন এম এস ধোনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ জয়ের মালিক বিরাট কোহলি। সবচেয়ে বেশি জয় দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের (১০৯ টেস্টে ৫৩ জয়)। দ্বিতীয় রিকি পন্টিং (৭৭ টেস্টে ৪৮ জয়)। তৃতীয় স্টিভ ওয়াহ (৫৭ টেস্টে ৪১ জয়)
ভারতের অধিনায়ক হিসেবে দেশের বাইরে একমাত্র ডাবল সেঞ্চুরিটি বিরাট কোহলির। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ঠিক ২০০ রান করেন কোহলি।
বিরাট কোহলির নেতৃত্বে ৫ বার আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠেছে ভারত। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ওঠার সর্বাধিক কৃতিত্ব অস্ট্রেলিয়ার—৮ বার। তবে অস্ট্রেলিয়া পাঁচজন ভিন্ন অধিনায়কের (মার্ক টেলর, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও স্টিভ স্মিথ) অধীনে এই সাফল্য পেলেও ভারত কোহলির নেতৃত্বেই তা পেয়েছে পাঁচবার
অধিনায়ক হিসেবে কোহলির রান টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ—৫৮৬৪। কোহলির চেয়ে এগিয়ে আছেন শুধু অ্যালান বোর্ডার (৮৬৫৯), রিকি পন্টিং (৬৬২৩) ও গ্রায়েম স্মিথ (৬৫৪২)
টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি বিরাট কোহলির। তাঁর সেঞ্চুরি ২০টি। সর্বোচ্চ সেঞ্চুরি গ্রায়েম স্মিথের—২৫টি
টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রান বিরাট কোহলির (৮৪৭৯)। তাঁর ওপরে আছেন বীরেন্দর শেবাগ (৮৫০৩), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১), সুনীল গাভাস্কার (১০১২২), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) ও শচীন টেন্ডুলকার (১৫৯২১)
একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ জিতেছেন বিরাট কোহলি
বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি সর্বোচ্চ ৭টি ডাবল সেঞ্চুরির মালিক