জস হ্যাজলউডকে অ্যাকিলিস চোটের কারণে আইপিএলের প্রথম ভাগে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত পাতিদার ছিটকে পড়েছেন গোড়ালির চোটে। আর উইল জ্যাকসেরও আইপিএল শেষ হয়ে গেছে মাংসপেশির চোটে। এই তিন ক্রিকেটারকে হারিয়ে বেঙ্গালুরু যে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করবে, সে সময়টা পেতে হবে তো!
এরই মধ্যে ধেয়ে এসেছে আরেকটি দুঃসংবাদ। ইংল্যান্ডের ফাস্ট বোলার রিস টপলিকেও হারিয়েছে বেঙ্গালুরু। ডান কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় আইপিএল শেষ হয়ে গেছে এই বাঁহাতি পেসারের। ২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বেঙ্গালুরুর প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন টপলি।
কাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮১ রানে হেরেছে বেঙ্গালুরু। ম্যাচ চলার সময় বেঙ্গালুরুর প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার টিভি সম্প্রচারে বলেছেন, ‘টপলি আইপিএল থেকে ছিটকে পড়েছে এবং দেশে ফিরে যাচ্ছে। তার বদলি খেলোয়াড়ের নাম দ্রুতই জানানো হবে।’
মুম্বাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর প্রথম ম্যাচে ২ ওভারে ১৪ রানে ১ উইকেট নিয়েছিলেন টপলি। ম্যাচে ডাইভ দিয়ে বল থামাতে গিয়ে কাঁধে আঘাত পান ২৯ বছর বয়সী ফাস্ট বোলার। কলকাতার বিপক্ষে ম্যাচে দলের সঙ্গেই ইডেন গার্ডেনসে গিয়েছিলেন টপলি। তাঁর হাত স্লিংয়ে ঝোলানো ছিল। ডেভিড উইলিকে কাল তাঁর বদলি হিসেবে খেলায় বেঙ্গালুরু।
টপলির বদলি হিসেবে বেঙ্গালুরু কাকে নিতে পারে, সে প্রশ্ন উঠবে। বিকল্প যে খুব বেশি নেই। ২০২১ সালে বেঙ্গালুরুতে খেলা দুষ্মন্ত চামিরা বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজি দলটিতে খেলার ব্যাপারে না করে দিয়েছেন। গত ডিসেম্বরে নিলামে ১ দশমিক ৯ কোটি রুপিতে টপলিকে কিনেছিল বেঙ্গালুরু। এটাই তাঁর প্রথম আইপিএল।
টপলির এমনিতে চোটের প্রবণতা আছে। গা গরমের ম্যাচে পা মচকে নেওয়ায় এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন। বাঙ্গার জানিয়েছেন, ১০ এপ্রিল লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ১৪ এপ্রিল জস হ্যাজলউড দলের সঙ্গে যোগ দেবেন।