পড়ছেন স্কুলের শেষ বর্ষে। গ্রীষ্মের ছুটিটা কাটাতে চেয়েছিলেন মুম্বাইয়ে। তবে এখন পরিকল্পনাটা পাল্টাতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ১৭ বছর বয়সী পেসার কিউনা মাফাকাকে।
কয়েক দিন নয়, মাফাকাকে এখন ভারতে থাকতে হবে চলতি মার্চ থেকে মে মাস পর্যন্ত। এ সময়ে মুম্বাই ইন্ডিয়ানসের ড্রেসিংরুমে তিনি সময় কাটাবেন পেসার যশপ্রীত বুমরা, কোচ লাসিথ মালিঙ্গার সঙ্গে। চোটে ছিটকে পড়া শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কার বদলি হিসেবে মাফাকাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম টাইমস লাইভ জানিয়েছে, তড়িঘড়ি করেই মাফাকাকে দলে নেওয়া হয়েছে। যে কারণে তাঁকে স্কুলের ক্লাস থেকেই গিয়ে মুম্বাইয়ের ফ্লাইট ধরতে হয়েছে। ভিসাও হাতে পেয়েছেন মুম্বাইয়ে পা রাখার পর। মাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়া এই পেসারের সেখানে পড়ার ব্যবস্থাও করবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ানস।
বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে নজরকাড়া শ্রীলঙ্কার পেসার মাদুশঙ্কা গত শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়েন। এর পর থেকেই তাঁর আইপিএলে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। গতকাল মুম্বাই নিশ্চিত করেছে, মাদুশঙ্কাকে আইপিএলে পাওয়া যাচ্ছে না। মাদুশঙ্কাকে নিলামে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই। তাঁর জায়গায় ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে ১৭ বছর বয়সী মাফাকাকে দলে টেনেছে তারা।
সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঘরের মাঠে মাফাকা ৭ ম্যাচে ওভারপ্রতি ৩.৮১ রান দিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ২১ উইকেট নেন। ৭ ম্যাচের মধ্যে তিনবার পান ইনিংসে ৫ উইকেট, তিনবার হন ম্যাচসেরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন মাফাকা। যদিও সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেয় তাঁর দল দক্ষিণ আফ্রিকা।
মাফাকার সঙ্গে মাদুশঙ্কার মিল আছে। দুজনেই বল করতে পারেন নিয়মিত ১৪০ কিলোমিটারের আশপাশের গতিতে, দুজনেরই প্রধান শক্তি ইনসুইং। সে কারণেই হয়তো মাদুশঙ্কার বদলি হিসেবে মাফাকাকেই নিয়েছে মুম্বাই।
স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত দুটি করে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাফাকা। ৯টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর শিকার ১৩ উইকেট।
আগামীকাল শুরু হবে আইপিএল। মুম্বাই প্রথম ম্যাচ খেলবে রোববার, গুজরাট টাইটানসের বিপক্ষে।