অনুশীলন বেলা দেড়টায়। কিন্তু বাংলাদেশ দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির বেলা বারোটার আগেই। এরপর অনুশীলনে নামতে নামতে আড়াইটা। মাঝের প্রায় দুই ঘণ্টা কেটেছে ড্রেসিংরুমে, দীর্ঘ বৈঠকে। সিলেট টেস্টে ব্যাটিং, বোলিংয়ের বিশ্লেষণ ছিল মূল আলোচ্য বিষয়। নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যানদের বাংলাদেশের কোন বোলার কীভাবে বোলিং করেছে, কথা হয়েছে তা নিয়েও।
আন্তর্জাতিক ম্যাচের আগে এ ধরনের টিম মিটিং খুবই সাধারণ ঘটনা। কিন্তু বাংলাদেশ দল সিলেট টেস্ট জেতায় সাধারণ ঘটনাগুলোও বড় মনে হচ্ছে। দীর্ঘ বৈঠকে কী হয়েছে জানতে চাওয়ায় এক ক্রিকেটার যেমন বললেন, ‘বিশেষ কিছু না। ব্যাটিং-বোলিং মিটিং হয়েছে। সিলেটে কী করেছি, এখানে কী করণীয়, তা নিয়ে কথা হয়েছে। সব সময় যেমন হয়, ঠিক তেমনই।’
প্রথম টেস্টের জয়ের জন্যই কি না, খেলোয়াড়েরা রাতে খাবারের দাওয়াত পেয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসানের পক্ষ থেকে। নির্বাচনী ব্যস্ততার মাঝেও বোর্ড প্রধানের দলের জন্য সময় বের করাও তো দিনের আরেক ‘বড়’ ঘটনা। সে জন্য দুপুর থেকে বিকেল পর্যন্ত লম্বা অনুশীলন সেশনের পর হোটেলে ফিরেই ‘রিকভারি সেশন’ শেষ হতে না হতেই টিম ডিনারের জন্য তৈরির ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়েছে ক্রিকেটারদের। খাবারের সঙ্গে বোর্ড প্রধানের অনুপ্রেরণাদায়ক বক্তব্যও নিশ্চয়ই থাকবে। বার্তাটা কী, তা তো অনুমান করাই যায়।
বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। আগামী পরশু ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। দেশের মাটিতে এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি করে টেস্ট জিতলেও কখনো সিরিজ জেতা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় আছে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। গত বছরও নিউজিল্যান্ডের মাটিতেই সুযোগ এসেছিল ইতিহাস গড়ার। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম ম্যাচ জিতলেও পরেরটিতে হেরে যায় দল মুমিনুল হকের দল। নিজেদের দেশে খেলা বলেই এবার আর তা হতে না দেওয়ার প্রতিজ্ঞাটা একটু বেশি জোরালো।
তবে সেই প্রতিজ্ঞার আগে ‘নীরব’ শব্দটা যোগ করা উচিত। মুখে কেউই কিছু বলেননি, মাঠে আসা খেলোয়াড়দের শরীরী ভাষায় তা ফুটে উঠছিল। সিলেট টেস্ট জয়ের পর দল নিয়ে সংবাদমাধ্যমের আগ্রহ বেড়েছে, ক্যামেরার ভিড় বেড়েছে। নাজমুলরাও বিষয়টি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এক ক্রিকেটার যা দেখে একটু কৌতূহলী হলেন, ‘আজ দেখলাম অনেক সাংবাদিক। সিলেটে এমন ছিল না।’ তবে কিন্তু খেলোয়াড়রা তাদের মনোযোগ খেলায় রাখতে চাইছে, তা বোঝা গেল সেই ক্রিকেটারের পরের কথায়, ‘বাইরে কী হচ্ছে, তা দেখা যাবে না। কাজটা করে যেতে হবে।’
আজ নিজেদের কাজটা ঠিকঠাক করতে দেখা গেল টেস্ট দলের তিন পেসার শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। নেট সেশনের শুরু থেকেই তিনজনই বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন। তিনজনের মধ্যে একাদশে জায়গা হবে একজনের। যে জন্যই হয়তো নিজেদের প্রমাণের তাড়নাটাও বেশি। খালেদের গতিময় বলে ব্যথাও পেয়েছেন ওপেনার মাহমুদুল। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর অবশ্য আবার ব্যাটিং করেছেন। ওদিকে ব্যাটিংয়ের ফাঁকে ফাঁকে জাকির হাসানকে সিলেট টেস্টে দুইবার একইভাবে আউট হওয়ার ভুলটা ধরিয়ে দিচ্ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সিলেটের মতো মিরপুরেও বাংলাদেশ দলের মূল অস্ত্র হবেন তিন স্পিনার তাইজুল, মিরাজ ও নাঈম। তিনজনই আজ পালা করে বোলিং করেছেন। তবে দলের আরেক স্পিনার হাসান মুরাদকেই বেশি বোলিং করতে দেখা গেল। দুই দিনের বিরতিতে আরও একটি টেস্ট খেলতে হবে, এটাও যে মাথায় রাখতে হচ্ছে। আরও একটি জয় পেয়ে আরও একটি ইতিহাস গড়তে হলে স্পিনত্রয়ীকে তো চাঙা রাখতেই হবে।