নাজমুল নিজেই রান আউট হন
নাজমুল নিজেই রান আউট হন

নাজমুলের মতে, ‘ম্যাচ ঘুরেছে দুই রানআউটে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৬ রান করেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সেটাও ইনিংসের ৩২ বল বাকি থাকতে। বোঝাই যাচ্ছে, পুনের উইকেটে আগে ব্যাটিং করে বাংলাদেশের ৩০৬ রান যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেনও তা–ই বললেন।

পুরস্কার বিতরণের মঞ্চে এসে নাজমুল বলেছেন, ‘আমরা যদি ৩৪০-৩৫০ রান করতে পারতাম, তাহলে অন্য রকম হতে পারত।’ বাংলাদেশের বোলিংটাও যে ভালো হয়নি, সেটিও বলেছেন নাজমুল, ‘তবে যে রান করেছি, সে রানেও আমাদের ভালো বোলিং করতে হতো। সেটা হয়নি। আমাদের স্পিনাররা মাঝের ওভারে ভালো করতে পারেনি। পেসাররা ভালো করেছে। আমার মনে হয় মাঝের ওভারের বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে।’

মাহমুদউল্লাহও রান আউট হওয়ায় ইনিংস বড় করতে পারেননি

রান কম হওয়ার কারণও নাজমুলের মুখেই শুনুন, ‘দুটি রানআউটের কথা বলব। লিটন ও তামিম যেভাবে ব্যাটিং করেছে, এরপর আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু মাঝের ওভারে দুটি রানআউটে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছি।’

অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ দলের বিশ্বকাপ। ৯ ম্যাচ খেলে এই বিশ্বকাপে বাংলাদেশের অর্জন দুটি জয়। আজকের ম্যাচ শেষে যখন বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে নাজমুলের মন্তব্য জানতে চাওয়া হয়, তখন তিনি প্রত্যাশিত উত্তরই দিয়েছেন, ‘হতাশাজনক। বোলিং হোক, ব্যাটিং হোক, আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আমাদের সামনে তাকাতে হবে, দেখতে হবে সামনে কীভাবে ভালো করা যায়।’

বাংলাদেশের দলগত উন্নতিতে গুরুত্ব দিলেন নাজমুল

ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বাংলাদেশের এগিয়ে যেতে হলে দলগত উন্নতি দরকার, এ কথাও বলেছেন নাজমুল, ‘মাহমুদউল্লাহ এই বিশ্বকাপে ভালো ব্যাটিং করেছেন। সাকিব দুটি ম্যাচে ভালো করেছে। আমরা দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারি, সেটা দেখতে হবে। শুধু ব্যক্তিগত পারফরম্যান্স দেখলে হবে না। ৯টি ম্যাচই দেখতে হবে, এখানে কী ভুল করেছি, সেটা নিয়ে চিন্তা করতে হবে।’