সিলেট বিভাগের পেসার আবু জায়েদ
সিলেট বিভাগের পেসার আবু জায়েদ

প্রথম শ্রেণিতে জায়েদের ৩০০

বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের ঘরে নাম লিখিয়েছেন আবু জায়েদ। সিলেটের এই পেসার আজ জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন।

বাংলাদেশিদের মধ্যে জায়েদের আগে প্রথম শ্রেণিতে ৩০০ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শরীফ (৩৭৪) ও ফরহাদ রেজা (৩১২)।

জায়েদের মাইলফলক ছোঁয়ার দিনে জয় পেয়েছে সিলেট বিভাগ। শেষ দিনে জয়ের জন্য সিলেটের দরকার ছিল ৩ উইকেট। সিলেটকে আবারও ব্যাটিংয়ে পাঠাতে রংপুর বিভাগকে করতে হতো ৯০ রান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় হয়েছে শেষ পর্যন্ত সিলেটেরই। ফলোঅনে পড়া রংপুর দ্বিতীয় ইনিংসে কাল আরও ৬৪ রান যোগ করেই অলআউট হয়েছে ২৩০ রানে। ইনিংস ও ২৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

সিলেট বড় জয়ের মঞ্চ গড়ে আগের দিনই। প্রথম ইনিংসে শামসুর রহমানের ১৬০ রানের সৌজন্যে ৪১৫ রান করে তারা। এরপর তৃতীয় দিনে রংপুরকে প্রথম ইনিংসে ১৫৯ রানে থামিয়ে দেয় জাকির হাসানের দল। তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিন শেষে ৭ উইকেটে ১৬৬ রান করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আবু জায়েদ। বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিন শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাচসেরা প্রথম ইনিংসে সেঞ্চুরি করা শামসুর।

সহজ জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী বিভাগের ৫৪ রানের ছোট লক্ষ্য কাল এক উইকেট হারিয়েই টপকে যায় তারা। রাজশাহীকে তাদের দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট করে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ৫৪ রান। ইনিংসের শুরুতেই ওপেনার পিনাক ঘোষ শূন্য রানে আউট হলেও পারভেজ হোসেন ও সৈকত আলী অপরাজিত থেকে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসে ৭ উইকেট নেওয়া চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান।