বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

আচরণবিধি ভাঙা ডোনাল্ডকে কারণ দর্শাতে বলবে বিসিবি

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে সাক্ষাৎকার দিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন অ্যালান ডোনাল্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদনের সমালোচনা করে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ বলেছেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না।’

টুর্নামেন্ট চলাকালে টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও ডোনাল্ডের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি। সূত্র জানিয়েছে, দলের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জন্য এবং টুর্নামেন্টের মধ্যে আচরণবিধি ভেঙে বিনা অনুমতিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিসিবি কারণ দর্শানোর নোটিশ দেবে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে।

একটা চিঠি অবশ্য এরই মধ্যে পেয়ে গেছেন ডোনাল্ড। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর পাঠানো সেই ই–মেইলে ডোনাল্ডকে মনে করিয়ে দেওয়া হয়েছে, দলের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় দল নিয়ে দলের বাইরে কারও ব্যক্তিগত মতামত প্রকাশের সুযোগ নেই। কোচ, অধিনায়ক যে সিদ্ধান্ত নেন; তার সঙ্গে একাত্ম থাকতে হবে সবাইকে।

এর আগে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তাও প্রথম আলোকে সে কথাই বলেছেন, ‘যেহেতু এটা দলীয় একটা বিষয়, এ নিয়ে এখনই আমরা প্রকাশ্যে কোনো মন্তব্য করব না। ডোনাল্ডেরও উচিত ছিল বিষয়টা মাথায় রাখা। দলের কোনো সিদ্ধান্তে তাঁর দ্বিমত থাকতেই পারে। কিন্তু সেটা মিডিয়ায় না বলে দলের ভেতরে আলোচনা করা উচিত। বিশ্বকাপের মধ্যে এ ধরনের সাক্ষাৎকার দিয়ে তিনি ভালো করেননি।’

টাইমড আউট হওয়ার পর ক্ষুব্ধ ম্যাথুস

জানা গেছে, বিসিবির বিভিন্ন পর্যায় থেকে বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। পুনেতে তাঁর সঙ্গে কথা বলার কথা টিম ম্যানজেমেন্টেরও। সবাই তাঁকে একই বার্তা দিচ্ছেন। বিশ্বকাপের মধ্যে দলীয় সিদ্ধান্ত নিয়ে দলের বাইরে সমালোচনা করাটা তাঁর ঠিক হয়নি।

অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট হতে দেখার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল, জানতে চাইলে ক্রিকব্লগকে ডোনাল্ড বলেছেন, ‘আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাইছিলাম, “যথেষ্ট হয়েছে আর না।” এটা আমার তাৎক্ষণিক ভাবনা। সবকিছু দ্রুত ঘটে গেছে। আপনি কর্তৃত্বের কথা বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই। আমি মারাই এরাসমাসকে বলতে দেখেছি, “অ্যাঞ্জেলো, দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো।” এরপর দেখেছি, অ্যাঞ্জেলো হেলমেট তুলে নিল, এরপর বিজ্ঞাপন বোর্ডের দিকে ছুড়ে মারল। আসলে, আমি বিস্মিত হয়েছি।’

হেলমেটের সমস্যার কথা বাংলাদেশের খেলোয়াড়দের বলেছিলেন ম্যাথুস

পরে আরেক প্রশ্নে বলেছেন, ‘আমার কথা হচ্ছে, এটা হতে পারে না। এটা হবে না। কিন্তু আমরা সেটিই দেখেছি। জানি না, আমার মন সঙ্গে সঙ্গেই বলছিল, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না!’ ম্যাথুসের টাইমড আউটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন এই সাবেক পেস বোলার।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে এ মাসেই চুক্তি শেষ হয়ে যাবে ডোনাল্ডের। এরপর আর নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নন বলে বিসিবিকে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। বিসিবিও তাঁকে থেকে যাওয়ার অনুরোধ করেনি। বিশ্বকাপ শেষে ভারত থেকেই তাঁর দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়ার কথা।

কিন্তু চলে যাবেন বলেই তো আর কেউ দলীয় শৃঙ্খলা ভাঙতে পারেন না। চুক্তির মধ্যে যতক্ষণ আছেন, ততক্ষণ আচরণবিধি মেনে চলাই কর্তব্য। সেটি না মানলে ব্যবস্থা নেওয়াটাই নিয়ম। বিসিবিও এমন বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইবে ডোনাল্ডের কাছে।