শিবম দুবের বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না
শিবম দুবের বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না

বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না শিবম দুবের, বদলি তিলক বর্মা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে ভারতীয় দলে অপ্রত্যাশিত পরিবর্তন। পিঠের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবম দুবে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, দুবের বদলি হিসেবে রোববার সকালের দলের সঙ্গে যোগ দেবেন তিলক ভার্মা।

গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে বাংলাদেশ-সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায়।

৩১ বছর বয়সী দুবে জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। দুবের জায়গায় সুযোগ পাওয়া ভার্মা ভারতের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৬ টি-টোয়েন্টি। যার মধ্যে দুই ফিফটিসহ করেছেন ৩৩৬ রান। চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে দলের বাইরে ছিলেন ভার্মা।

ছবিটি পুরোনো। তিলক ভার্মা যখন রোহিত শর্মার কাছ থেকে ওয়ানডে ক্যাপ নিচ্ছিলেন

বাংলাদেশ–ভারত তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। ১২ অক্টোবর সিরিজের শেষ ম্যাচ হায়দরাবাদে।

টি-টোয়েন্টি সিরিজের ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।