বিরাট কোহলির একটি এমআরএফ ব্যাটের দাম ২ লাখ ৩০ টাকা
বিরাট কোহলির একটি এমআরএফ ব্যাটের দাম ২ লাখ ৩০ টাকা

কোহলির ব্যাট কিনতে পারবেন ২ লাখ ৩০ হাজার টাকায়

ক্যারিয়ারের শেষ ভাগে চলে এসেছেন বিরাট কোহলি। তবে বিশ্ব ক্রিকেটে তাঁর কদর যেন দিন দিন বেড়েই চলেছে।

যদিও ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না কোহলির। সর্বশেষ ১০ ইনিংসে পেয়েছেন মাত্র একটি ফিফটি। গতকাল পার্থে শুরু হওয়া বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসেও তাঁর ব্যাট হাসেনি। আউট হয়েছেন ৫ রান করে

তবে পার্থের ২২ গজে কোহলির ব্যাট না হাসলেও অস্ট্রেলিয়ার আরেকটি স্থানে তাঁর অন্য একটি ব্যাট এখন আলোচিত বিষয়। সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে। সেটা কিনতে হলে খরচ করতে হবে ২ হাজার ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

২০১৩ সাল থেকে এমআরএফ ব্যাট দিয়ে খেলছেন কোহলি

এর অর্থ কোহলির সই করা এমআরএফ জিনিয়াস গ্র্যান্ড কিং ব্যাটটির দাম আগামী বছর ভারতে হতে চলা ব্রিটিশ রক ব্র্যান্ড কোল্ডপ্লের কনসার্টের সবচেয়ে দামি টিকেটের প্রায় ৫ গুণ।

আগামী জানুয়ারিতে ভারত সফরে যাবে জনপ্রিয় রক ব্যান্ড কোল্ডপ্লে। মুম্বাইয়ে তাদের কনসার্ট হবে ১৮, ১৯ ও ২১ জানুয়ারি, এরপর আহমেদাবাদে ২৫ ও ২৬ জানুয়ারি। এই কনসার্টের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম ধরা হয়েছে ৩৫ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৯ হাজার টাকার কিছু বেশি।

সম্প্রতি অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ইউটিউবার নরমান কোচানেক সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সেই ব্যাট হাতে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেন, ‘সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিরাট কোহলির অটোগ্রাফ দেওয়া এমআরএফ ব্যাট রাখা আছে। এর দাম পড়বে ২ হাজার ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার, ভারতের মুদ্রায় ১ লাখ ৬৪ হাজার রুপির মতো। ব্যাটটির হাতল কিছুটা ছোট, তবে ভারি। এর ওজন সম্ভবত ২.৯ আউন্সের মতো। এর সঙ্গে বোনাস হিসেবে কনটেইনার (কাভার) তো থাকছেই।’

২০১৩ সালের অক্টোবর থেকে কোহলির ব্যাটে পৃষ্ঠপোষকতা করে আসছে ভারতের টায়ার নির্মাণকারী কোম্পানি এমআরএফ (মাদ্রাজ রাবার ফ্যাক্টরি)। প্রথম চুক্তির মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। সেই সময়ে কোহলি তাঁর ব্যাটে এমআরএফের স্টিকার লাগিয়ে বছরে পেতেন ৬ কোটি ৫০ লাখ রুপি করে।

২০১৭ সালেই এমআরএফের সঙ্গে চুক্তি নবায়ন করেন কোহলি। এর মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। এই ৮ বছরে তিনি পাবেন ১০০ কোটি রুপি।