এমন সহজ ক্যাচও মিস করেছেন ইমাম–উল হক
এমন সহজ ক্যাচও মিস করেছেন ইমাম–উল হক

পাকিস্তান আর ফিল্ডিং: কখনোই সমাপ্তি না ঘটা এক প্রেমের গল্প

কিছু ব্যাপার কখনোই বদলাবে না, যেমন পাকিস্তানের ফিল্ডিং!

হায়দরাবাদে চলছে বিশ্বকাপে পাকিস্তান–শ্রীলঙ্কার ম্যাচ। টসে জিতে আগে ব্যাটিং করে পাকিস্তানি বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করেছে লঙ্কানরা। তবে এ ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দলের ফিল্ডিং। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ট্রল। সমর্থকদের কথা, ‘পাকিস্তানের ফিল্ডিং কখনোই উন্নত হওয়ার নয়। কিছু ব্যাপার যেমন কখনোই বদলানো যায় না, পাকিস্তানের ফিল্ডিং তেমনই একটা ব্যাপার!’

সেঞ্চুরির পর কুশল মেন্ডিস

হায়দরাবাদে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা সেঞ্চুরি পেয়েছেন। রানের পাহাড়ে চেপেছে লঙ্কানরা। ৫০ ওভারে ৯ উইকেটে তুলেছে ৩৪৪ রান। পাকিস্তানের ফিল্ডিংটা ছিল ভুলে যাওয়ার মতোই। কুশল মেন্ডিসের সহজ ক্যাচ ফেলেছেন ইমাম–উল–হক। ক্যাচ ফেলার পর ইমাম–উল–হকের দিকে অধিনায়ক বাবর আজমের ক্ষুব্ধ চাহনির দৃশ্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও কুশল মেন্ডিসকে ইমামই ফিরিয়েছেন হাসান আলীর বলে দারুণ এক ক্যাচে।

‘এক্স’ ব্যবহারকারী এক ক্রিকেট–ভক্ত ইমামের ক্যাচ মিসে বিরক্ত হয়ে লিখেছেন, ‘পাকিস্তান আর ফিল্ডিং হচ্ছে কখনোই মধুর সমাপ্তি না হওয়া এক প্রেমের গল্প।’

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে সহজেই হারানো পাকিস্তান দল শ্রীলঙ্কার সামনে কঠিন পরীক্ষারই সামনে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২৮ রানের পাহাড়ে ওঠার চেষ্টা করে ৩২৬ রানে থামা লঙ্কানরা যেন আজ শুরু করেছে আগের ম্যাচে শেষ করার জায়গা থেকেই। পাকিস্তানিদের বাজে ফিল্ডিং শ্রীলঙ্কাকে আজ দারুণভাবেই সহায়তা করেছে।