বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

বড় জয়ে ইতিবাচকতা খুঁজছেন নাজমুল

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই হারে সিরিজ খুইয়ে বসা বাংলাদেশ দল অবশেষে জয়ের দেখা পেল। স্বাগতিকদের ১০৪ রানে থামিয়ে সে রান কোনো উইকেট না হারিয়েই টপকে গেছেন নাজমুলরা। ১০ উইকেটের বড় জয় নিয়ে বিশ্বকাপের আবহে প্রবেশ করবে বাংলাদেশ দল। বড় মঞ্চের লড়াই শুরুর আগে এই জয় বাংলাদেশকে কিছুটা হলেও সাহায্য করবে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন।

আজ সিরিজের শেষ ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে এসে তিনি বলেছেন, ছেলেরা আজ তাদের সামর্থ্য দেখিয়েছে। সবাই তাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তবে সিরিজ হারের হতাশাও লুকাননি নাজমুল, ‘সিরিজ হেরে গিয়েছি, সে জন্য অবশ্যই আমরা হতাশ। সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

আমরা আজ ভালোভাবে জিতেছি, সিরিজটি ভালোভাবে শেষ করেছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দেবে।
নাজমুল হোসেন, অধিনায়ক, বাংলাদেশ

কিন্তু নাজমুলদের এর মধ্যেই ইতিবাচকতা খুঁজে নিতে হচ্ছে, ‘আমরা আজ ভালোভাবে জিতেছি, সিরিজটি ভালোভাবে শেষ করেছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দেবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে এবং আশা করছি সামনে ভালো করতে পারব।’

১০ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন মোস্তাফিজ
ফাইল ছবি

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১০ রানে মোস্তাফিজ নিয়েছেন ৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সেরা বোলিং। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ইলিয়াস সানি ১৩ রানে ৫ উইকেট নিয়ে আগে রেকর্ড গড়েছিলেন।  

স্বাভাবিকভাবে মোস্তাফিজই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ৩ ম্যাচে ১০ উইকেট নেওয়ায় সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন এই বাঁহাতি পেসার। পুরস্কার নিতে এসে সংক্ষেপে নিজের বোলিং বৈচিত্র্যের কথা বলে গেলেন মোস্তাফিজ, ‘যেভাবে বল করেছি, তাতে আমি সন্তুষ্ট। আমি অনেক বৈচিত্র্য ব্যবহার করার চেষ্টা করেছি। ভালো লাগছে যে সেটা কাজে দিয়েছে।’