অনুশীলনে লেগ স্পিনার রাবেয়া খানের (বাঁয়ে) সঙ্গে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা
অনুশীলনে লেগ স্পিনার রাবেয়া খানের (বাঁয়ে) সঙ্গে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা

‘জুয়া’য় সফল নিগারের চাওয়া আরও ভালো খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারালেও ‘খুব ভালো খেলেছেন’ বলে মনে করেন না বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। সিরিজ নিয়ে খুব বেশি দূর ভাবতে না চাইলেও সামনের ম্যাচে আরও ভালো খেলতে চান তিনি। সে জন্য নির্দিষ্ট কয়েকটি দিকের কথাও উল্লেখ করেছেন এ উইকেটকিপার-ব্যাটার।

বেনোনিতে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় বাংলাদেশ। যেকোনো সংস্করণেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সেটি বাংলাদেশের প্রথম জয়। পাকিস্তানকে দেশের মাটিতে সিরিজ হারানোর পর এবার দেশের বাইরে একটি সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে।

তবে অধিনায়ক নিগার এখনো ততটা উচ্ছ্বসিত নন, ‘অতীতে কিছু সময় ভালো কেটেছে। তবে এখানে নতুন কন্ডিশন। পরের ম্যাচে যাতে আরও ভালো খেলতে পারি। এ ম্যাচে যে অনেক ভালো খেলে ফেলেছি, তা কিন্তু নয়। অনেকগুলো ভুল ছিল। সেগুলো শোধরাতে হবে। তাহলে আরও ভালো খেলতে পারব।’

ম্যাচসেরার পুরস্কার হাতে স্বর্ণা

প্রথম ম্যাচে ১৪৯ রান তোলার পর নিগার বলেছেন, এমন উইকেটে ১৫০ রান না করলে জেতা কঠিন। তবে ব্যাটিংয়েও ঘাটতি দেখেছেন তিনি, ‘সিরিজ নিয়ে অনেক দূরে চিন্তা করতে চাই না। পরের নির্দিষ্ট দিনে ভালো করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের যে ঘাটতিগুলো ছিল—ব্যাটিংয়ে ৪০টির মতো ডট খেলেছি। সেটি আরেকটু কমিয়ে এনে, বোলাররা আরেকটু কম ভুল করে নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরা।’

প্রথম ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চমক ছিল স্বর্ণা আক্তারের ৫ উইকেট নেওয়া। তবে ১৬ বছর বয়সী এ লেগ স্পিনারকে নিয়ে একটা জুয়াই খেলেছিলেন বলে জানিয়েছেন নিগার, ‘স্বর্ণা আমার অপশন হিসেবে থাকে, কিন্তু মূল বোলার না। (গতকাল) অসাধারণ বোলিং করেছে। আমার কিন্তু রাবেয়ার (খান) একটা ওভার ছিল। ফাহিমা (খাতুন) আপু, নাহিদা (সুলতানা) শেষ ওভার একটু বাজে করে গেছে। কিন্তু এরপরও আমি স্বর্ণাকে নিয়ে এসেছি। কারণ সে একটু জোরের ওপর বল করে, একটা জায়গায় করে যাওয়ার সামর্থ্য ওর আছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেখানে ফাঁদে ফেলার চেষ্টা করেছি আমরা। আমি যে জুয়া খেলেছিলাম, সেটা কাজে লেগে গেছে।’

অবশ্য এমন ম্যাচে বাংলাদেশের খচখচানি হয়ে এসেছে দলের মূল পেসার মারুফা আক্তারের চোট। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান তিনি। এরপর ওভার শেষ করলেও মাঠ ছেড়ে চলে যান, ২ ওভারের পর আর বোলিং-ও করেননি। নিগার বলেছেন, ‘আমাদের হাতে অপশন আছে, তবে আমি চাই মারুফা যাতে ফিট হয়ে খেলতে পারে।’

৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে।