বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

নিউজিল্যান্ডে ঠান্ডাকে অজুহাত বানাতে চান না নাজমুল

নিউজিল্যান্ডে গ্রীষ্ম সবে শুরু হলো। তাপমাত্রা সবখানেই ১২ থেকে ১৪ ডিগ্রির আশপাশে। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দিবাগত রাত ৪টায় প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। তার আগে নিউজিল্যান্ডের ঠান্ডা নিয়ে অজুহাত দিতে চাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

সচেতনভাবে এই আলোচনা থেকে দূরে থাকতে চাইছেন নাজমুল। নিউজিল্যান্ড সফর কাভার করতে যাওয়া সাংবাদিকদের তিনি আজ এমন কথাই বলেছেন, ‘কন্ডিশন তো একটু ঠান্ডা। তবে আমার মনে হয়, এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। কারণ, এর আগেও এখানে আমরা এসেছি। তো এই সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করছি, কাল খুব বেশি সমস্যা হবে না।’

ডানেডিনের উইকেট এবং এই কন্ডিশনে দলের সমন্বয় কেমন হবে, সে প্রসঙ্গেও মুখে কুলুপ এঁটেছেন নাজমুল, ‘এখানে তো সাধারণত পেস বোলারদের বেশি সাহায্য থাকে। তবে এই বিষয়ে খুব বেশি তথ্য দিতে চাই না। দেওয়াটা উচিতও নয়। কারণ, এটা খুবই গোপনীয় বিষয়। দলের কম্বিনেশনের ক্ষেত্রেও একই। কালকে যখন আমরা খেলাটা শুরু করব, তখনই দেখতে পারবেন।’

বাংলাদেশ দলের অনুশীলনের এক ফাঁকে নাজমুল। চেয়ারে বসে তাঁর সতীর্থরা

বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে ১৬টি ওয়ানডে খেলে একটিতেও জয়ের দেখা পায়নি। টি-টোয়েন্টিতেও ৯ ম্যাচ খেলে জয়শূন্য। নাজমুল অবশ্য অতীত রেকর্ড নিয়ে ভাবছেন না, ‘এর আগে যতবারই (নিউজিল্যান্ডে) এসেছি, (বাংলাদেশের) কোনো দল এটি (নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলে জয়) করতে পারেনি। তবে কোনো না কোনো দলকে তো করতে হবে। আমার মনে হয়, এই দলটার সেই সামর্থ্য আছে। সবাই বিশ্বাস করে, এ বছর আমাদের ভিন্ন ফল হবে।’

বাংলাদেশ দলকে অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই সিরিজটা খেলতে হবে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন নেই। অভিজ্ঞ খেলোয়াড়েরা না থাকায় সৌম্য সরকার, এনামুল হকদের সুযোগ দেওয়া হয়েছে। এই দলে সৌম্যকে দেখা হচ্ছে সাকিবের বিকল্প হিসেবে।

নিউজিল্যান্ড সফরে গিয়েও বিজয় দিবস ভুলে যাননি বাংলাদেশ দল। জাতীয় পতাকা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন সবাই

নাজমুল বললেন, ‘আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে ওনার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই (সৌম্যর) ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাঁকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর সঙ্গে অভিজ্ঞতাটা তো আছেই।’