রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মারেন সাকিব আল হাসান। এমন অখেলোয়াড়সুলভ আচরণের কারণে বাংলাদেশ দলের এই অলরাউন্ডারকে গুনতে হচ্ছে জরিমানা। আচরণবিধির ২.৯ ধারা ভাঙায় সাকিবকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
এ ছাড়া রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভারের কারণে বাংলাদেশ ও পাকিস্তান দলকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তান নির্ধারিত ওভারের চেয়ে ৬ ওভার পিছিয়ে ছিল, যে কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশও। ৩ ওভার পিছিয়ে থাকায় নাজমুলদের কাটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট।
শুধু তা–ই নয়। দুই দলকে আর্থিক জরিমানাও করেছে আইসিসি। পাকিস্তান দলের খেলোয়াড়দের জরিমানা ম্যাচ ফির ৩০ শতাংশ ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১৫ শতাংশ। ম্যাচ শেষে পাকিস্তান ও বাংলাদেশ দলের অধিনায়ক ভুল স্বীকার করে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আট নম্বরে আছে পাকিস্তান। গতকাল রাওয়ালপিন্ডি টেস্ট জেতার পর বাংলাদেশ ছয়ে উঠে এলেও জরিমানার পর নেমে গেছে সাতে।
৩০ আগস্ট দুই দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে। প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই হবে সিরিজের শেষ ম্যাচও।