প্রতিপক্ষকে ১৬ বার ১০০ রানের নিচে অলআউট করেছে পাকিস্তান। তবে রেকর্ডটা তাদের নয়
প্রতিপক্ষকে ১৬ বার ১০০ রানের নিচে অলআউট করেছে পাকিস্তান। তবে রেকর্ডটা তাদের নয়

ওয়ানডেতে প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার ১০০ রানের নিচে অলআউট করেছে কারা?

পাকিস্তানের ওয়ানডে অভিষেক ১৯৭৩ সালে। পরের ৫০ বছরে ৯৫৪টি ওয়ানডে খেলেছে পাকিস্তান। এই সংস্করণের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা গতকালই প্রথম প্রতিপক্ষকে ৬০ রানের নিচে অলআউট করেছে। শ্রীলঙ্কার হাম্বানটোটায় নিজেরা ২০১ রানে অলআউট হয়ে সিরিজের প্রথম ওয়ানডেটা পাকিস্তান জিতেছে ১৪২ রানে। প্রতিপক্ষ আফগানিস্তান অলআউট মাত্র ৫৯ রানে।

ওয়ানডেতে এ নিয়ে ১৬ বার প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অলআউট করেছে পাকিস্তান। ৫০ ওভারের ক্রিকেটে তাদের চেয়ে প্রতিপক্ষকে বেশি অলআউট করেছে মাত্র দুটি দল—শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৯৭৮ ম্যাচে প্রতিপক্ষকে ১৮ বার ও শ্রীলঙ্কা ৮৯৪ ম্যাচে ২০ বার প্রতিপক্ষকে ১০০ রানে অলআউট করেছে

৫২ বছরের ইতিহাসে গতকাল পর্যন্ত ওয়ানডে হয়েছে ৪৬২৫টি। আর ১০০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা ১৩৭টি। এর মধ্যে ৫০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা আছে ৯টি।

ওয়ানডেতে দলীয় সর্বনিম্ন স্কোর ৩৫, দুবার হয়েছে তা। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়েকে ৩৫ রানে অলআউট করে শ্রীলঙ্কা। ১৬ বছর পর কীর্তিপুরে নেপাল যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে অলআউট করে বিশ্ব রেকর্ড ছোঁয়। আগের রেকর্ডটাও ছিল লঙ্কানদের। ২০০৩ বিশ্বকাপে পার্লে কানাডাকে ৩৬ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা।

প্রকিপক্ষকে সবচেয়ে বেশিবার ১০০ রানের কমে অলআউট করেছে শ্রীলঙ্কা

ওয়ানডেতে দুবার প্রতিপক্ষকে অলআউট করেছে বাংলাদেশ। দুবারই চট্টগ্রামে। ২০০৯ সালে জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করার পর ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করেন বাংলাদেশের বোলাররা।

প্রতিপক্ষকে মাত্র দুবার অলআউট করলেও বাংলাদেশ ওয়ানডেতে নিজেরা এক শর নিচে অলআউট হয়েছে ১৬ বার। বাংলাদেশের চেয়ে বেশিবার ১০০ রানের কমে অলআউট হয়েছে মাত্র একটি দেশ—জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা এ পর্যন্ত ১৯ বার অলআউট হয়েছে ৫০ ওভারের ক্রিকেটে।