ভারতের তিন ডাবল সেঞ্চুরিয়ান– শুবমান গিল, রোহিত শর্মা ও ঈশান কিষান
ভারতের তিন ডাবল সেঞ্চুরিয়ান– শুবমান গিল, রোহিত শর্মা ও ঈশান কিষান

ভারত দল নিয়ে বিদেশি সাবেকদের পরামর্শে বিরক্ত গাভাস্কার

‘শুবমান গিলের জায়গায় অমুককে নিলেও ভালো করত ভারত’ অথবা ‘ভারত ৪ নম্বর পজিশনে তমুককে খেলাতে পারে’ কিংবা ‘রোহিতের নেতৃত্বে খামতি আছে’—খবরের এমন শিরোনাম মাঝেমধ্যেই দেখা যায়। কখনো রিকি পন্টিং, কখনো মাইকেল ভন, কখনো আবার পাকিস্তানের কোনো সাবেক ক্রিকেটার ভারত দল নিয়ে এমন নানা কথা বলেন বা পরামর্শ দিয়ে থাকেন

ভারত দল নিয়ে বিদেশি সাবেক ক্রিকেটারদের এমন কথা বা পরামর্শ মোটেই পছন্দ নয় সুনীল গাভাস্কারের। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার স্পোর্টস টুডের এক অনুষ্ঠানে এসব সমালোচকদের এক হাত নিয়েছেন। বিশেষ করে রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁদের ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান।

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার

বিদেশি সাবেক যেসব ক্রিকেটাররা নিয়মিত ভারতের ব্যাটিং লাইনআপ, ভারতের দল নির্বাচন আর অধিনায়ক নিয়ে কথা বলেন, তাঁদের উদ্দেশ্য করে গাভাস্কার বলেছেন—ভারত দলের এসব পরামর্শের কোনো প্রয়োজন নেই।

স্পোর্টস টুডের অনুষ্ঠানে গাভাস্কার স্পষ্ট করে বলেছেন, ‘একজন দক্ষিণ আফ্রিকান বলেন, “অমুকের দলা থাকা উচিত ছিল।” একজন অস্ট্রেলিয়ান বলেন, “তমুকের দলে থাকা উচিত ছিল।” এগুলো তাঁদের দুশ্চিন্তা কীভাবে হতে পারে? তাঁরা আমাদের নির্বাচক নন।’

গাভাস্কার এরপর যোগ করেন, ‘এগুলো প্রায়ই ঘটছে। কেউ বলছেন, “অমুকের ৩ নম্বরে ব্যাট করা উচিত, তমুকের উচিত ৪ নম্বরে ব্যাট করা।” আমি বলি কী, থামুন। আপনাদের পরামর্শ আমাদের দরকার নেই।’

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং

স্পোর্টস টুডের অনুষ্ঠানটিতে ছিলেন হরভজন সিংও। ভারতের সাবেক এই অফস্পিনারও গাভাস্কারের সঙ্গে একমত। ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হরভজন বলেছেন, ‘আমি এর সঙ্গে একমত। এটা শতভাগ ঠিক। কেউ তো আমাদের অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গিয়ে তাদের দল বানাতে দেয় না। কিন্তু তথাকথিত কিংবদন্তিরা ভারতের দল নিয়ে মন্তব্য করে। তারা বলে, কার ৪ আর ৩ নম্বরে ব্যাট করা উচিত। তারা বলে কে প্রথম ওভার আর কেই বা শেষ ওভার করবে।’