দিল্লির মানুষ হলেও বাঙালি সংস্কৃতি সম্পর্কে গৌতম গম্ভীরের জানাশোনা দীর্ঘ দিনের। কীভাবে, তা সবার জানা। আইপিএলে পশ্চিমবঙ্গের দল কলকাতা নাইট রাইডার্সে ৭ মৌসুম খেলেছেন গম্ভীর। কলকাতা যে দুবার (২০১২ ও ২০১৪) আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা তাঁরই নেতৃত্বে।
৭ বছর পর গম্ভীর আবারও কলকাতায় ফিরেছেন। এবার তিনি দলটির পরামর্শকের দায়িত্বে আছেন। আজ বাংলা নববর্ষের প্রথম দিনে (পয়লা বৈশাখ) ঘরের মাঠ ইডেন গার্ডেনে খেলতেও নেমেছে কলকাতা। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গম্ভীরই এসেছিলেন কলকাতার প্রতিনিধি হয়ে। সেখানে সাংবাদিকদের জটিল সব প্রশ্নের উত্তর দেওয়ার পর তাঁদের ‘সারপ্রাইজ’ও দিয়েছেন। বাংলা নববর্ষ উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের মিষ্টি খাইয়েছেন তিনি।
কাল রাতে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকেরা যখন চলে যেতে লাগছিলেন, ঠিক সে সময় গম্ভীর তাঁদের উদ্দেশে বলেন, ‘আগামীকাল (আজ) নববর্ষ। তাই আমরা আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। নির্দ্বিধায় মিষ্টি খান এবং কিছু ক্যালরি বাড়ান।’
গম্ভীরের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। লিখেছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে মিষ্টি মুখ।’ সাংবাদিকদের সঙ্গে গম্ভীরের এমন আতিথেয়তা অনেকের মন জিতে নিয়েছে।
ম্যাচটি কলকাতার মাঠ ইডেন গার্ডেনে হলেও লক্ষ্ণৌও ঘরে খেলার অনুভূতি পাচ্ছে। কারণ, লক্ষ্ণৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা একজন বাঙালি ধনকুবের। লক্ষ্ণৌর পাশাপাশি তিনি কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহনবাগানেরও মালিক।
ইডেন গার্ডেনে কলকাতার মানুষের সমর্থন পেতে আজ লক্ষ্ণৌও মোহনবাগানের সঙ্গে মিল রেখে সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নেমেছে। ইডেনে কলকাতার বিপক্ষে এখন পর্যন্ত লক্ষ্ণৌর সাফল্যও শতভাগ। আগের ৩ ম্যাচে ৩টিতেই জিতেছে লক্ষ্ণৌ। সেই ম্যাচগুলোতে লক্ষ্ণৌর পরামর্শক ছিলেন গম্ভীর। এবার গম্ভীরকে ফিরে পেয়ে কলকাতা ইডেনে লক্ষ্ণৌকে হারাতে পারে কি না, তা জানতে আরও অন্তত আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হবে।
টস হেরে ব্যাটিংয়ে নামা লক্ষ্ণৌ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান করেছে।