যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে যাচ্ছেন কোরি অ্যান্ডারসন
যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে যাচ্ছেন কোরি অ্যান্ডারসন

যুক্তরাষ্ট্র দলে সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন

যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক অভিষেকের সামনে দাঁড়িয়ে কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক এ অলরাউন্ডারকে আগামী মাসে হতে যাওয়া কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যুক্তরাষ্ট্র দলে রাখা হয়েছে।

২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ খেলা অ্যান্ডারসন অবসরের ঘোষণা দেন ২০২০ সালে। একসময় ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক অবশ্য এরপর যুক্তরাষ্ট্রের হয়ে খেলার ইচ্ছার কথা জানান। গত বছর তাদের হয়ে খেলার যোগ্যতাও অর্জন করেন।

গত ডিসেম্বরে অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সম্ভাবনা প্রসঙ্গে বলেছিলেন, ‘মিথ্যা বলব না, আরেকটি বিশ্বকাপ খেলাটা রোমাঞ্চকর। (বিশেষ করে) যুক্তরাষ্ট্র যখন আয়োজক। আর যদি আরেকটু লম্বা সময় টিকে থাকতে পারি, তাহলে হয়তো অলিম্পিকেও যুক্ত হওয়ার চেষ্টা করতে পারব।’

৩৩ বছর বয়সী অ্যান্ডারসনের স্ত্রী মেরি মারগারেট যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তাঁর সুবাদে পরিবারসহ কয়েক বছর ধরেই টেক্সাসের ডালাসে বাস করছেন নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যান্ডারসন। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটেও এরই মধ্যে খেলেছেন।

২০১৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক দেশের হয়ে খেলার ঘটনা নতুন নয় মোটেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই এখন পর্যন্ত একাধিক দেশের হয়ে খেলেছেন ১৭ জন। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন তিনজন, যাঁরা কিউইদের আগে অন্য দেশের জার্সি পরেছিলেন। লুক রনকি (অস্ট্রেলিয়া), মাইকেল রিপ্পনের পর মার্ক চাপম্যানকে (হংকং) পেয়েছে নিউজিল্যান্ড। অবশ্য নিউজিল্যান্ডের হয়ে খেলার পর ভিন্ন কোনো দেশের হয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি কেউ। অ্যান্ডারসন সে ক্ষেত্রে প্রথম ব্যক্তি হবেন।

অ্যান্ডারসনের পাশাপাশি যুক্তরাষ্ট্র দলে রাখা হয়েছে হারমীত সিংকেও। ভারতীয় এ বাঁহাতি অলরাউন্ডার ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যাচ গড়াপেটা–কাণ্ডে তাঁর নাম এসেছিল, যদিও পরে সব রকম অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে।

আগের মতো কানাডার বিপক্ষে সিরিজেও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মোনাক প্যাটেল। সিরিজের দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন সন্নিকটে, তখন আমাদের দলের জন্য এ সিরিজের তাৎপর্য অনেক। আমাদের কিছু নতুন খেলোয়াড় এসেছে দলে। এগুলো আমাদের ঠিক কম্বিনেশন খুঁজে পেতে এবং বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে।’

আগামী ৭ থেকে ১৩ এপ্রিলের মধ্যে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে কানাডার সঙ্গে খেলবে যুক্তরাষ্ট্র। একই মাঠে আগামী ২১ মে থেকে ২৫ মের মধ্যে বাংলাদেশের সঙ্গেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

কানাডা সিরিজে যুক্তরাষ্ট্র দল
মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, হারমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতীশ কুমার, নশটুশ কেঞ্জিগে, সৌরভ নেত্রভাল্কার, শেডলি ফন স্কালওয়েক, স্টিভেন টেলর ও উসমান রফিক।
রিজার্ভ—হুয়ানোয় ড্রাইসডেল, সাইটেহা মুক্কামাল্লা, শায়ান জাহাঙ্গীর।