বাড়ছে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময়
বাড়ছে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময়

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময় বাড়ছে

এবারের বিশ্বকাপের সূচি ঘোষণা করতে বেশ দেরিই করেছে বিসিসিআই ও আইসিসি। ২০২৩ সালের বিশ্বকাপের সে সূচিতে এখনো পরিবর্তন আসছে। এবার বাড়ছে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময়ও।

আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। সে টুর্নামেন্টের প্রাথমিক দল ঘোষণা করতে হবে ২৯ আগস্টের মধ্যে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে যে তারিখের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করার কথা ছিল, এখন তার থেকে এক সপ্তাহ বাড়ছে সময়।

অবশ্য ২৯ আগস্টের মধ্যে প্রাথমিক দল দিতে গেলে এশিয়া কাপ শুরুর আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মতো দলকে। এবারের এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট, ফাইনাল ১৭ সেপ্টেম্বর।

অবশ্য বিশ্বকাপের ক্ষেত্রে ২৯ আগস্ট প্রাথমিক দল ঘোষণার সীমা, চূড়ান্ত দল দেওয়ার ক্ষেত্রে দলগুলো সময় পাবে আরও। প্রাথমিক দল ঘোষণার পর যদি কেউ দলে পরিবর্তন আনতে চায়, তাহলে আইসিসির অনুমোদনও লাগবে না। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে থেকে আইসিসির সময় শুরু হবে। সে সময়ে দলে পরিবর্তন আনতে গেলে আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।

৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ

১০ দলের ক্রিকেট বিশ্বকাপ হবে ১০টি ভেন্যুতে। টুর্নামেন্ট চলবে ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি—এ ছয়টি ভেন্যুতে গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। এ ছাড়া পুনে ও কলকাতাতেও আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে এ মাঠেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

এদিকে এরই মধ্যে একাধিক ম্যাচের সূচি বদলানো হতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে ভারত-পাকিস্তান ১৫ অক্টোবরের ম্যাচটি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে ওই এক ম্যাচের কারণে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচিতেও বদল আনতে হচ্ছে।

সূচি অনুসারে ১২ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর হলে এক দিন পরই আহমেদাবাদে গিয়ে খেলা সম্ভব হবে না বাবর আজমদের। যে কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ১০ অক্টোবরে এগিয়ে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে।

এরপর আবার বদলানোর কথা উঠেছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের সূচিও। বিসিসিআইয়ের কাছে বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি। কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড লিগ পর্বের ম্যাচ হওয়ার কথা ১২ নভেম্বর। এখন সেটি ১১ নভেম্বর হতে পারে।