২০২৩ বিপিএলের সাত অধিনায়ক
২০২৩ বিপিএলের সাত অধিনায়ক

বিপিএলে কে কোন দলের অধিনায়ক

বিপিএল মানেই চমক। দলগুলোর অধিনায়ক নির্বাচনেও সেই চমকই থাকল। খুলনা টাইগার্স যেমন ইয়াসির আলীকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের দায়িত্ব পাওয়ার বিষয়টি এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন খুলনার টাইগার্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা বেগম। তারুণ্যে ভর করে বড় সাফল্যের প্রত্যাশা তাদের।

প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে নিয়েছিল খুলনা। ধারণা করা হচ্ছিল, তামিমই নেতৃত্ব দেবেন এই দলকে। তবে তাঁর সঙ্গে কথা বলেই ইয়াসিরকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে খুলনার ম্যানেজমেন্ট। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে ইয়াসিরের।

বিপিএলের মঞ্চে অবশ্য অধিনায়কত্বের রোমাঞ্চটা আলাদা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে ইয়াসির জানিয়েছেন সে কথা, ‘নার্ভাস না, আমি আসলে এক্সাইটেড। জীবনের নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। সেটিও বিপিএলের মতো আসরে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার।’ ইয়াসিরের ভাগ্যও ভালো। কাজটা সহজ করার জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে নিজ দলে পাচ্ছেন তিনি, ‘তামিম ভাইয়ের সঙ্গে দল গঠনের পর থেকেই কথা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর তেমন কথা হয়নি। শুধু বলেছেন, “আমাকে যখন তোর প্রয়োজন হবে আমি পাশে আছি। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবশ্যই হেল্প করব।”’

চমক আছে নতুন দল ঢাকা ডমিনেটরসের অধিনায়ক পদেও। নাসির হোসেনকে তাঁরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। এর আগে নাসির সিলেট সিক্সার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। নাসিরের অধিনায়কত্বের বিষয়টি অবশ্য ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ঢাকার প্রতিনিধিত্ব করেছেন নাসির। পরে দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন নিশ্চিত করেছেন, নাসিরই ঢাকার অধিনায়ক।

ট্রফি উন্মোচন শেষে এবারের বিপিএলে ডমিনেটরসের লক্ষ্যের কথা জানিয়েছেন নাসির, ‘সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাইব। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। এর আগেও আমি অধিনায়কত্ব করেছি। প্রতি টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে তা ক্যারিয়ারের জন্যও ভালো হবে। লক্ষ্য থাকবে, নিজের সঙ্গে যেন দলও ভালো ফল করে।’

অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে শুভাগত হোম চৌধুরীর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব দেবেন তিনি। দুই দিন আগেই এ ব্যাপারে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে দলটি। আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে শুভাগত জানালেন দল নিয়ে তাঁর ভাবনার কথা, ‘সবার যে লক্ষ্য, আমারও সেই লক্ষ্য। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। আমাদের দলের যে স্পিরিট, যে ভারসাম্য, আশা করি, আমরা ভালোই করব।’

বিপিএলে অধিনায়ক হতে যাচ্ছেন নুরুল হাসানও। রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট ও ঢাকা প্রিমিয়ার লিগে এর আগে অধিনায়কত্ব করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। কদিন আগে টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন। এবার বিপিএলের দিকে তাকিয়ে নুরুল। ট্রফি উন্মোচনের পর সেদিকে দৃষ্টি রেখে নুরুলের বার্তাটা ছিল এমন, ‘ট্রফি এখনো ধরিনি। যদি চ্যাম্পিয়ন হই, তাহলেই ধরব। আমাদের দল তরুণ, উদ্যমী। দলে অনেক অলরাউন্ডার আছে। মাঠে একশ ভাগ দিলে ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও ইমরুল কায়েসের নেতৃত্বেই খেলবে। নতুন দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতবারের মতো এবারও সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবে ফরচুন বরিশাল। তবে আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাকিবের অনুপস্থিতিতে এসেছেন দলটির সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।