হায়দরাবাদে ঐতিহাসিক জয়ের পর অধিনায়ক বেন স্টোকস, টম হার্টলি ও মার্ক উড
হায়দরাবাদে ঐতিহাসিক জয়ের পর অধিনায়ক বেন স্টোকস, টম হার্টলি ও মার্ক উড

পেসার ছাড়া নামতেও ভয় পাবে না ইংল্যান্ড

ভারতের বিপক্ষে কোনো পেসার ছাড়াই নামতেও ‘ভয়’ পাবে না ইংল্যান্ড, এমন বলেছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ভিসা জটিলতায় দেরিতে ভারতে পৌঁছানো শোয়েব বশিরকে বিশাখাপত্তনমে সামনের টেস্টে অভিষেক করানো হতে পারেও বলে জানিয়েছেন তিনি।

হায়দরাবাদে স্মরণীয় জয় পাওয়া প্রথম টেস্টে ইংল্যান্ড দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে ছিলেন শুধু মার্ক উড। তবে দুই ইনিংসেই উইকেটশূন্য ছিলেন এ ফাস্ট বোলার, তেমন কোনো প্রভাবও রাখতে পারেননি। সেখানে ‘পার্ট টাইম’ স্পিনার হিসেবে বিবেচিত জো রুটই ম্যাচে নেন ৫টি উইকেট, দ্বিতীয় ইনিংসে তো তাঁকে দিয়ে বোলিং ওপেনও করান অধিনায়ক বেন স্টোকস।

রুটের বাইরে ইংল্যান্ড দলে স্বীকৃত স্পিনার হিসেবে ছিলেন জ্যাক লিচ, টম হার্টলি ও রেহান আহমেদ। অভিষিক্ত হার্টলি দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে হয়ে গেছেন জয়ের অন্যতম নায়ক। তবে লিচ ভুগছেন হাঁটুর চোটে। এ কারণে হায়দরাবাদে সেভাবে লম্বা স্পেল করতে দেখা যায়নি তাঁকে।

অভিষেক হতে পারে শোয়েব বশিরের

কিন্তু লিচ যদি ফিট হয়ে ওঠেন আর বিশাখাপত্তনমের পিচও শুষ্ক হয়, তাহলে সেখানেই ইংল্যান্ড খেলাতে পারে চারজন বিশেষায়িত স্পিনার। স্বাভাবিকভাবেই চতুর্থ স্পিনার হিসেবে ভাবা হচ্ছে অভিষেকের অপেক্ষায় থাকা বশিরকে।

ভিসা জটিলতায় আবুধাবির ক্যাম্প থেকে দেশে ফিরে যেতে হয়েছিল সমারসেটের বশিরকে। এরপর গত রোববার দলের সঙ্গে ভারতে যোগ দেন তিনি, হায়দরাবাদে স্মরণীয় জয় নিশ্চিত হওয়ার সময় মাঠেই ছিলেন। তাঁকে নিয়ে এসইএনজেড রেডিওকে ম্যাককালাম বলেছেন, ‘ব্যাশ আমাদের সঙ্গে আবুধাবিতে ক্যাম্পে ছিল। স্কিল দিয়ে আমাদের মুগ্ধ করেছে। অনায়াসেই দলের সঙ্গে মানিয়ে গেছে। সে এমন একজন, বয়সে তরুণ এবং প্রথম শ্রেণিতে অনেক কম অভিজ্ঞতা হওয়ার পরও যার অনেক বেশি উৎসাহ।’

প্রথম শ্রেণির ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ১০ উইকেট নিয়েছেন বশির, তবে ভারতীয় কন্ডিশনে তাঁকে নিয়ে আশাবাদী ম্যাককালামরা। ইংল্যান্ড কোচ বলেছেন, ‘টম হার্টলির মতো তারও এমন কিছু স্কিল আছে, যেগুলো এমন কন্ডিশনে আমাদের সহায়তা করতে পারে বলে ভেবেছি আমরা। (আর) ভিসার যে পরিস্থিতি, জীবন তো এমনই, না! মাঝে মাঝে এমন হয়ে থাকে এবং সবাই নিজেদের সব দিয়েই সেটি সমাধানের চেষ্টা করে। আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে যেগুলোতে মাঝেমধ্যে পড়ে যেতে হয়।’

এ সফরে ইংল্যান্ড দলে পেসার হিসেবে উড ছাড়াও আছেন জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন এবং ওলি রবিনসন। আগামী ৪ টেস্টে দেখা যেতে পারে তাঁদের, তবে কোনো টেস্টে কোনো পেসার ছাড়াই নামার সম্ভাবনাও নাকচ করে দেননি ম্যাককালাম। তিনি বলেছেন, ‘বশির যখন পৌঁছাল, সবাই সোল্লাসে স্বাগত জানিয়েছে। বোলাররা আমাদের টেস্ট জেতাল, এমন বিশেষ কিছুও দেখতে পেরেছে সে। পরের ম্যাচের হিসাবে আসবে। প্রথম টেস্টে যেমন দেখেছি, সিরিজের সামনের উইকেটগুলোতেও যদি তেমনই স্পিন হতে থাকে, তাহলে আমরা সব স্পিনার খেলাতেও বা এমন একটা ভারসাম্য আনতেও ভয় পাব না।’