ব্রারের বলে বোল্ড হয়েছেন সল্ট
ব্রারের বলে বোল্ড হয়েছেন সল্ট

প্রীতির পাঞ্জাবের কাছে হেরে প্লে–অফ স্বপ্ন শেষ ওয়ার্নারদের

নিজ দলের ম্যাচ বলে কথা! পাঞ্জাব কিংসের খেলা মানেই ভিআইপি গ্যালারিতে প্রীতি জিনতার সরব উপস্থিতি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত রাতেও মাঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী। তবে প্রথমবার সঙ্গে এনেছিলেন স্বামী মার্কিন নাগরিক জিনি গুডইনাফকে। স্বামীর পাশে বসে প্রিয় দলের খেলা দেখার অভিজ্ঞতা স্মরণীয়ই হয়ে থাকবে প্রীতির। পাঞ্জাব যে ৩১ রানে হারিয়ে দিয়েছে দিল্লিকে।

বহু বাঁকবদলের ম্যাচটা জিতে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে পাঞ্জাব। জিইয়ে রেখেছে শেষ চারে ওঠার আশা। আর তলানিতে থাকা ডেভিড ওয়ার্নারের দিল্লি আনুষ্ঠানিকভাবে প্লে–অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। ১২ ম্যাচ শেষে পাঞ্জাবের পয়েন্ট ১২, দিল্লির ৮।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৭ রান করেছিল পাঞ্জাব। দিল্লি থেমেছে ৮ উইকেটে ১৩৬ রানে।

আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া প্রভসিমরান সিং বলতে গেলে ‘ওয়ান ম্যান শো’ দেখিয়েছেন। দলের ১৬৭ রানের মধ্যে একাই ১০৩ রান করেছেন এই ওপেনার; যা মোট রানের ৬১.৬২ শতাংশ। প্রভসিমরানের ইনিংসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা বোঝা যাবে পাঞ্জাবের স্কোরকার্ডের দিকে তাকালে। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান স্যাম কারেনের; সেটাও ২৪ বলে।

স্বামীকে নিয়ে ম্যাচ উপভোগ করেন প্রীতি জিনতা

লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লিকে উড়ন্ত শুরুই এনে দিয়েছিলেন অধিনায়ক ওয়ার্নার ও ফিলিপ সল্ট। পাওয়ার প্লেতেই দুজন মিলে তুলেছিলেন ৬৫ রান। প্রীতির দলের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যটা তখন মামুলিই মনে হচ্ছিল স্বাগতিকদের। প্রভসিমরানের বীরোচিত ইনিংসটাও বৃথা যেতে বসেছিল।

তবে স্পিনার হারপ্রীত ব্রার সপ্তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙতেই মড়ক লাগে দিল্লির ইনিংসে। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের রাজধানীর ফ্র্যাঞ্জাইজিটি। বিনা উইকেটে ৬৯ থেকে ৬ উইকেটে ৮৮ রানের দলে পরিণত হয় তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি রিকি পন্টিং–সৌরভ গাঙ্গুলীর শিষ্যরা।

আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর প্রভসিমরান

ওয়ার্নারের ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংসটাই দিল্লির সর্বোচ্চ। আইপিএল ক্যারিয়ারসেরা বোলিং করা ব্রার ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট। বীরোচিত সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কারটা প্রভসিমরানের হাতেই উঠেছে।

সংক্ষিপ্ত স্কোর

পাঞ্জাব কিংস : ২০ ওভারে ১৬৭/৭

(প্রভসিমরান ১০৩, কারেন ২০; ইশান্ত ২/২৭, মুকেশ ১/৩)

দিল্লি ক্যাপিটালস : : ২০ ওভারে ১৩৬/৮

(ওয়ার্নার ৫৪, সল্ট ২১; ব্রার ৪/৩০, চাহার ২/১৬)

ফল : পাঞ্জাব কিংস ৩১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : প্রভসিমরান সিং।