চন্ডিকা হাথুরুসিংহেকে (বাঁয়ে) ফিরিয়ে এনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান
চন্ডিকা হাথুরুসিংহেকে (বাঁয়ে) ফিরিয়ে এনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

উৎপল শুভ্রর লেখা

যে ৩ কারণে হাথুরুকে ফেরালেন নাজমুল

চন্ডিকা হাথুরুসিংহে প্রথম নন। আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক কোচই দ্বিতীয় দফায় পুরোনো কর্মস্থলে ফিরেছেন। কেউ কেউ তিন–চারবারও। তারপরও চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে প্রত্যাবর্তন একটু ব্যতিক্রমী বলে বিবেচিত হচ্ছে প্রথম দফায় তাঁর চলে যাওয়ার ধরনের কারণে, যা আর নতুন করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। শ্রীলঙ্কান কোচের ফিরে আসা নিশ্চিত হওয়ার পর থেকেই এ নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু ওভাবে চলে যাওয়ার পরও আবার কেন হাথুরুসিংহেকেই ফিরিয়ে আনা হচ্ছে—এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।

যে উত্তর দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত লোক বিসিবি সভাপতি নাজমুল হাসান। কারণ, হাথুরুসিংহেকে ফিরিয়ে আনাটা বলতে গেলে তাঁর একক সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তের কারণ কী? ’কী’ না বলে ‘কী–কী’ বলা ভালো। কারণ যে একটা নয়, একাধিক। সুনির্দিষ্টভাবে বললে তিনটি।

বাংলাদেশ দলের কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে আজ রাতেই ঢাকায় আসছেন হাথুরুসিংহে। এর কয়েক ঘণ্টা আগে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে অন্য আরও অনেক প্রসঙ্গের মধ্যে হাথুরুসিংহেকে ফিরিয়ে আনার পেছনে তিনটি কারণের কথাও বললেন নাজমুল হাসান। তাঁর জবানিতেই তুলে দিলে সেগুলো এ রকম—

কারণ নম্বর ১

‘প্রথম কারণ হাথুরুকে পুরো সময় পাওয়া যাবে। আর যাঁরা ভালো কোচ আছেন, তাঁরা কেউই নিরবচ্ছিন্ন সময় দিতে পারবেন না। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তাঁদেরকে ছেড়ে দিতে হবে। এখন তো শুধু আইপিএল নয়, আইএল–এর (সংযুক্ত আরব আমিরাতের লিগ) সঙ্গেও অনেকে যুক্ত। আমাদের পছন্দের তালিকায় যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই আবার বর্তমান চাকুরিতে ২০২৪ পর্যন্ত চুক্তিবদ্ধ। ২০২৪ সালের আগে আসবেন না। কিন্তু আমাদের তো সামনেই বিশ্বকাপ।’

বাংলাদেশ দলের কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে আজ রাতেই ঢাকায় আসছেন হাথুরুসিংহে

কারণ নম্বর ২

‘আরেকটা বড় কারণ, হাথুরুসিংহে আমাদের সম্পর্কে জানে। আমাদের ছেলেদের চেনে। বিদেশি কোচ এলে বেশ কিছুদিন “এটা এমন কেন”, “ওটা এমন কেন”—এসব প্রশ্ন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। হাথুরুর ক্ষেত্রে সেই সমস্যা নেই। ও আমাদের সম্পর্কে সব জানে। নতুন দুয়েকজন ছাড়া বাকি সব প্লেয়ারকেও খুব ভালোভাবে চেনে। ওর প্রথমবারে যে দুজন প্লেয়ারকে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছিল, তারা হলো লিটন ও সৌম্য। এর মধ্যে লিটন তো এখন দলে প্রতিষ্ঠিতই। সৌম্য অবশ্য কোথাও নেই। এর বাইরে ও হয়তো নতুন পাবে শান্ত (নাজমুল হোসেন), তৌহিদ হৃদয় আর জাকিরকে। বাকি সবাই তো ওর সময়েরই।’

ফিরে এসেও পুরনো নির্বাচকদের মধ্যে দুজনকে পাচ্ছেন হাথুরুসিংহে

কারণ নম্বর ৩

‘প্লেয়ারদের অনেকের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে। আমি কয়েকজন কোচের একটা লিস্ট করেও ওদেরকে দেখিয়েছি। প্রায় সবাই হাথুরুসিংহের কথাই বলেছে। দুয়েকজন অবশ্য বলেছে “আপনি যা ভালো মনে করেন”। মাঝখানে আমাদের অবস্থা যখন বেশ খারাপ ছিল, তখন মাশরাফিও বলেছিল, “হাথুরুকে নিয়ে আসেন”, যা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম। আমি তো মনে করেছিলাম, হাথুরুর সঙ্গে ওর মনোমালিন্য আছে। তামিমও বলেছে, “হাথুরুসিংহেকে নিয়ে আসেন।”’

হাথুরুসিংহেকে ফিরিয়ে আনার এই তিনটি কারণের বাইরেও কোচ হিসেবে তাঁর কাজ করার ধরন, এই দফায় তাঁর কাজের সীমানা, দল নির্বাচনে ভূমিকা নিয়েও কথা বলেছেন নাজমুল হাসান। দল নির্বাচনে নিজের হস্তক্ষেপ নিয়ে প্রশ্নেরও খোলামেলা উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি।

*পুরো সাক্ষাৎকার প্রকাশিত হবে আগামীকাল প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইনে।