ফিরছেন জয়সোয়াল
ফিরছেন জয়সোয়াল

প্রযুক্তিকে তোয়াক্কা না করে জয়সোয়ালকে আউট দিয়ে আলোচনায় শরফুদ্দৌলা

আবারও আলোচনায় শরফুদ্দৌলা ইবনে শহীদ। মেলবোর্ন টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করা এই বাংলাদেশি আজ কঠিন এক সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্তটি প্রযুক্তিও নিশ্চিত করতে পারেনি। স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা।

তখনো পঞ্চম দিনের ২১.২ ওভারের খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ভারতের ২০০ রান। ভারতের জয়ের হিসাবটা আসছে না, কারণ তারা খেলছেই ড্রর জন্য। সেই ড্র তারা করতে পারবে কি না, তা পুরোপুরি নির্ভর করছিল ওপেনার জয়সোয়ালের ওপর। ভারতীয় এই ওপেনার ব্যাটিং করছিলেন ৮৪ রান নিয়ে।

তখনই প্যাট কামিন্সের বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে জয়সোয়ালের ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার দেন আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে।

রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান।

তখনই বাঁধে বিপত্তি। বল ব্যাটে লাগার ফলে যে স্নিকোতে লাইনগুলো বড় হয়ে ওঠে, তা দেখা যায়নি। তবে এরপরও শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত দেন। অনেকটা স্নিকোকে তোয়াক্কা না করেই! যা নিয়ে মাঠেই আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন জয়সোয়াল। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলেছেন তিনি।

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ

ধারাভাষ্যকারদের অবশ্য পাশে পেয়েছেন শরফুদ্দৌলা। হার্শা ভোগলে ও মার্ক নিকোলাসরা এটাকে সাহসী ও ন্যায্য সিদ্ধান্তই বলেছেন। গতকাল মোহাম্মদ সিরাজকে শরফুদ্দৌলার আউট না দেওয়ার সিদ্ধান্তও আলোচনার জন্ম দিয়েছিল।