বিকেএসপিতে অনুশীলনে বাংলাদেশ নারী দল
বিকেএসপিতে অনুশীলনে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপের জন্য ৫০ ওভারের জাতীয় লিগ হবে ২০ ওভারে

ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ ২০ ওভারে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ৩ অক্টোবর শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের জাতীয় লিগ শুরু হবে আগামী ১০ আগস্ট, চলবে ২২ আগস্ট পর্যন্ত। ৮ দলের জাতীয় লিগের খেলাগুলো হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে।

বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের মেয়েদের প্রস্তুতিতে টুর্নামেন্টটা সাহায্য করবে। বিশ্বকাপের আগে মেয়েরা খেলার মধ্যে থাকার সুযোগও পাবে। আর বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি সংস্করণে, তাই জাতীয় লিগটাও ২০ ওভারে করার সিদ্ধান্ত নেওয়া।’

জাতীয় লিগের পরও মেয়েদের খেলার মধ্যে রাখার চেষ্টা করছে বিসিবি। বিশ্বকাপের ঠিক আগে আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলকে শ্রীলঙ্কা সফরের প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিসিবি অবশ্য এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন হাবিবুল বাশার।

বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

বাংলাদেশ দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত মে মাসে, ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে। ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া মেয়েদের এশিয়া কাপ দিয়ে খেলায় ফিরবে নিগার সুলতানার দল। ১৬ জুলাই শ্রীলঙ্কায় উড়াল দেবে জাতীয় দল।

২০ জুলাই ৮ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, ম্যাচটি হবে ডাম্বুলায়। নিজেদের গ্রুপে বাংলাদেশের মেয়েদের অন্য দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও মালয়েশিয়া। ২৮ জুলাই টুর্নামেন্টের ফাইনাল।