এর আগে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজেও হেরেছে বাংলাদেশের যুবারা
এর আগে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজেও হেরেছে বাংলাদেশের যুবারা

এবার টি–টোয়েন্টিতেও পাকিস্তানের কাছে হার বাংলাদেশের যুবাদের

একমাত্র টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারার পর একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানের যুবাদের কাছে হারলেন বাংলাদেশের যুবারা। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশের ১৫৯ রান পাকিস্তান টপকে যায় ৪ উইকেট আর ৫ বল বাকি থাকতে।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে একটু চাপেই পড়েছিলেন পাকিস্তানের যুবারা। শুরুতেই শাহজাইব খানের উইকেট হারান তাঁরা। তবে শামিল হুসেইন ও অধিনায়ক মির্জা সাদ ঠিকই রানের চাকা সচল রাখেন।

মির্জা সাদ ১৬ বলে ২৪ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন ওপেনার শামিল। সঙ্গে আরাফাত আহমেদের ২২ বলে ৪১ রানের ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যান বাংলাদেশের যুবারা। শামিল করেছেন ৪৯ বলে ৬৭ রান। এই ম্যাচে বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন নিয়েছেন ৩ উইকেট।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ওপেনার জিশান আলম। প্রথম পাওয়ার প্লেতেই বাংলাদেশ তোলে ৪৪ রান। যেখানে জিশান করেন ১৫ বলে ৩২। তবে আরেক ওপেনার মইনুল ইসলাম খোলস ছেড়ে বের হতে পারেননি। ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে।

দুজনের ৭২ রানের জুটিতে ৪ ছক্কায় ২৬ বলে ৫২ রান এসেছে জিশানের ব্যাট থেকে। মইনুল করেছেন ৩৩ বলে ২১ রান। ৩ নম্বরে ক্রিজে আসা অধিনায়ক আহরার আমিনও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন। আউট হওয়ার আগে করেছেন ১০ বলে ২০ রান। এরপর আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ আর আশিকুরের ব্যাট থেকে ১২ বলে ১৮ রান এলে ১৫৯ রানের সংগ্রহ পান বাংলাদেশের যুবারা।