অ্যাকশনে তাসকিন আহমেদ, উইকেট নেওয়ার পর
অ্যাকশনে তাসকিন আহমেদ, উইকেট নেওয়ার পর

টেস্টের বোলিংয়ে টি-টোয়েন্টির সেরা তাসকিনের

স্কোরবোর্ডে রান মাত্র ১৪৪। পাওয়ারপ্লেতে মোটামুটি ব্যাটিং করলেই রান তাড়াটা সহজ হয়ে যেত নেদারল্যান্ডসের। নতুন বলে উইকেট নেওয়া ছিল বাংলাদেশের জয়ে একমাত্র উপায়। তাসকিন আহমেদ আজ হোবার্টের বেলেরিভ ওভালে সে দায়িত্বটাই পালন করেছেন। ইনিংসের প্রথম দুই বলেই ২ উইকেট নিয়ে ডাচ ব্যাটিং অর্ডারে ফাটল ধরান। শেষে এসে যোগ করেন আরও ২ উইকেট।

শেষ পর্যন্ত তাসকিনের ২৫ রানে ৪ উইকেটের সৌজন্যে বাংলাদেশ পেয়ে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথম জয়। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে এই ফাস্ট বোলারের হাতে।

পুরস্কার নিতে এসে তাসকিন বলছিলেন, ‘এই জয়টা আমাদের খুব দরকার ছিল। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। আমি নিজে অবদান রাখতে পেরেছি। ভালো লেগেছে।’

জয়ে অবদান রাখতে পেরে খুশি তাসকিন

নিজের বোলিংয়ের প্রসঙ্গে তাসকিন যোগ করেন, ‘আমি মৌলিক বিষয়গুলো ঠিকঠাক মতো করার জন্য চেষ্টা করেছি। প্রথম ইনিংসে নেদারল্যান্ডসের বোলিং দেখছিলাম। ভালো মুভমেন্ট ছিল। ক্যারিও ছিল। সে জন্য আমি টেস্ট ম্যাচ লেংথে বল করেছি। দুই দিকে বল মুভ করাতে চেয়েছি। এটাই কাজে দিয়েছে।’

একটি ক্যাচ নিয়ে ফিল্ডিংয়েও অবদান রেখেছেন তিনি, ‘হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে কোনো জায়গা থেকে যেন দলের জয়ে সাহায্য রাখতে পারি।’

তাসকিনের এক একটি উইকেটের সময় টিভি ক্যামেরা ঘুরে ফিরে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের দিকে যাচ্ছিল। ম্যাচ সেরার মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ডের প্রসঙ্গও এল। প্রোটিয়া কিংবদন্তির প্রসঙ্গে তাসকিন যোগ করেন, ‘বোলিংয়ের সময় আমার কবজির অবস্থান ভালো হচ্ছে। আমি দুই দিকেই বল মুভ করাতে পারি। আমি উন্নতিতে মনোযোগ দিচ্ছি। আমি বিশ্বমানের বোলার হতে চাই।’