২০২৫ সালের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। নিউজিল্যান্ডের নেলসনে সেই টি-টোয়েন্টি ম্যাচে কুশল পেরেরার রেকর্ড ভাঙা সেঞ্চুরিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খোয়ানো শ্রীলঙ্কা আনুষ্ঠানিকতার তৃতীয় ম্যাচটি জিতেছে ৭ রানে। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডে মাটিতে টি-টোয়েন্টিতে এটি শ্রীলঙ্কার প্রথম জয়।
৪৪ বল সেঞ্চুরি করেছেন কুশল পেরেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিটি তাঁকে এই সংস্করণে শ্রীলঙ্কার দ্রুততম সেঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছে। কুশল পেরেরা ভাঙলেন তিলকরত্নে দিলশানের রেকর্ড। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান।
৪৬ বলে ১০১ রান করার পথে কুশল পেরেরা শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন। তাঁর ১৩ চার ও ৪ ছক্কার ইনিংস ছাড়া শ্রীলঙ্কার হয়ে বলার মতো রান পেয়েছেন অধিনায়ক চারিত আসালাঙ্কা (২৪ বলে ৫ ছক্কায় ৪৬) ও ওপেনার কুশল মেন্ডিস (১৬ বলে ২২)। শ্রীলঙ্কা থামে ৫ উইকেটে ২১৮ রানে।
রান তাড়ায় নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন টিম রবিনসন (২১ বলে ৩৭) ও রাচিন রবীন্দ্র (৩৯ বলে ৬৯)। উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারেই ৮১ রান করেন দুজন। বিনুরা ফার্নান্ডো রবিনসনকে ফেরানোর পরেই আস্কিং রেটের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়তে থাকে কিউইরা।
এরপর ড্যারিল মিচেলের ১৭ বলে ৩৫ ও নয়ে নামা জাকারি ফুকসের ১২ বলে ২১ রানের ইনিংস ছাড়া ভালো করেননি অন্য কেউ। ফল, ৭ উইকেটে ২১১ রান করে ৭ রানের হার।
শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ২২ রান। ফার্নান্ডোর করার ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ২ বলে ১০ রানের নামিয়ে এনেছিলেন ফুকস। তবে শেষ দুই বলে ২ রানই তুলতে পারে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১৮/৫ (কুশল পেরেরা ১০১, আসালাঙ্কা ৪৬, কুশল মেন্ডিস ২২; মিচেল ১/৬)।নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১১/৭ (রবীন্দ্র ৬৯, রবিনসন ৩৭, মিচেল ৩৫, ফুকস ২১*; আসালাঙ্কা ৩/৫০, হাসারাঙ্গা ২/৩৮)।ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী।সিরিজ: ৩-ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-১ এ জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: কুশল পেরেরা।ম্যান অব দ্য সিরিজ: জ্যাকব ডাফি