মুম্বাই আবার হারল
মুম্বাই আবার হারল

হেরেই টুর্নামেন্ট শেষ করল মুম্বাই

মুম্বাই ইন্ডিয়ানসের আরও একটি হার। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ওয়াংখেড়েতে লক্ষ্ণৌর বিপক্ষে হার্দিক পান্ডিয়ার দল হেরেছে ১৮ রানে। প্রথমে ব্যাট করে নিকোলাস পুরানের ২৯ বলে ৭৫ রানের ইনিংসে লক্ষ্ণৌ তুলেছিল ৬ উইকেট ২১৪ রান। তাড়া করতে নেমে মুম্বাই থেমেছে ১৯৬ রানে।

২১৫ রানের জবাবে মুম্বাই শুরুটা ভালোই করেছিল। ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৮৮ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ২৮ বলে ফিফটি করা রোহিত আউট হন ৩৮ বলে ৬৮ রানে।

অনেকেই ধারণা করছেন, এটিই ছিল মুম্বাইয়ের জার্সিতে রোহিতের শেষ ম্যাচ। যদি তেমনটা সত্যি হয়, তাহলে ব্যাট হাতে শেষটা ভালো করেছেন রোহিত। ব্রেভিস করেন ২০ বলে ২৩। তবে এরপর সূর্যকুমার, পান্ডিয়ারা দলের চাহিদামতো ব্যাটিং করতে পারেননি। শেষদিকে নামান ধির ফিফটি পেলেও সেটি যথেষ্ট ছিল না।

২৯ বলে ৭৫ রান করেছেন পুরান

লক্ষ্ণৌ ২১৪ রান তোলে মূলত নিকোলাস পুরানের কল্যাণে। ক্যারিবীয় এই বাঁহাতি ৭৫ রানের ইনিংসের পথে ১৯ বলে ফিফটি করেন। ৫টি চারের সঙ্গে মারেন ৮টি ছক্কা। পুরানকে সঙ্গ দেন অধিনায়ক লোকেশ রাহুল। দুজনে মিলে গড়েন ৪৪ বলে ১০৯ রানের জুটি। তাতে রাহুলের অবদান ছিল মাত্র ১৫ বলে ২৮ রান।

৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলেন রাহুল। আর শেষ দিকে আয়ুশ বাদনির ১০ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে লক্ষ্ণৌর সংগ্রহ দাঁড়ায় ২১৪ রান। এর মধ্যে দিয়ে ২০০ কিংবা এর চেয়ে বেশি রানের স্কোর এবারের আইপিএলেই বেশি দেখা গেছে। এখন পর্যন্ত এবারের আইপিএলে ২০০ রান উঠেছে ৩৮ বার। এর আগে সর্বোচ্চ ছিল গত মৌসুমে (৩৭)।