বার্ষিক হালনাগাদে ভারতকে টপকে গেছে পাকিস্তান
বার্ষিক হালনাগাদে ভারতকে টপকে গেছে পাকিস্তান

ভারতকে টপকে গেল পাকিস্তান, পরিবর্তন নেই বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেই সুযোগটি হারিয়েছিল পাকিস্তান। কিউইদের ধবলধোলাই করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকত তারা। ৪৮ ঘণ্টার মধ্যেই সে রাজত্ব হারালেও বার্ষিক হালনাগাদের পর অবশ্য ভারতকে টপকে দুইয়ে উঠে এসেছে দলটি। অপরিবর্তিত আছে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান, আগের মতোই সাত নম্বরে তারা।

এবারের বার্ষিক হালনাগাদে বাদ পড়েছে ২০১৯-২০ মৌসুমের ম্যাচগুলোর ফল। বিবেচনায় রাখা হয়েছে ২০২০ সালের মে মাস থেকে হওয়া ম্যাচগুলো। ২০২২ সালের মে মাসের আগের ম্যাচগুলোর মান এখন ৫০ শতাংশ, এরপরের ম্যাচগুলোর মান ধরা হচ্ছে ১০০ শতাংশই।

বার্ষিক হালনাগাদের পরও শীর্ষেই আছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং এখন ১১৮। ৫ মে অস্ট্রেলিয়াকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে সিরিজের শেষ ম্যাচটি হেরে যাওয়ার পর ভারতের পেছনে তিন নম্বরে নেমে যায় বাবর আজমের দল। বার্ষিক হালনাগাদে সেই ভারতকে টপকে দুইয়ে উঠে এসেছে পাকিস্তান, যাদের রেটিং এখন ১১৬। রেটিংয়ে ভারতের ২ পয়েন্ট উন্নতি হলেও পাকিস্তানের পেছনেই আছে তারা (১১৫)।

আগের মতোই সাত নম্বরে আছে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে বার্ষিক হালনাগাদের পরও শীর্ষেই থাকত পাকিস্তান। আপাতত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা তিন দলের মধ্যে পার্থক্য মাত্র ৩ পয়েন্টের, তবে এর পেছনের দলগুলো থেকে বেশ এগিয়েই তারা।

এবারের হালনাগাদে বাদ পড়েছে ২০১৯ সালের বিশ্বকাপের ফল। সে টুর্নামেন্টের ফাইনাল খেলা ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুই দলই পয়েন্ট হারিয়েছে। ৪ পয়েন্ট হারিয়ে নিউজিল্যান্ড (১০৪) আছে চার নম্বরে, পাঁচে থাকা ইংল্যান্ড (১০১) হারিয়েছে ১০ পয়েন্ট। আগের র‍্যাঙ্কিং থেকে জায়গা অদল-বদল করেছে এ দুটি দল।

বার্ষিক হালনাগাদে ২ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, তবে আগের মতোই সাত নম্বরে আছে তারা। ঠিক ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং বা র‍্যাঙ্কিংয়ে অবস্থান—কোনোটিরই পরিবর্তন হয়নি। বড় উন্নতি হয়েছে আফগানদের। ১৭ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে আট নম্বরে উঠে এসেছে দলটি।

এবারের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে সুপার লিগের মাধ্যমে, ফলে র‍্যাঙ্কিংয়ের কার্যত প্রভাব নেই সেখানে। তবে বার্ষিক হালনাগাদের পর শীর্ষ যে আট দল, তারাই নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপ খেলা। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে (১১) ও আয়ারল্যান্ড (১২) আছে শীর্ষ দশের বাইরে। ২০ দলের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে পাপুয়া নিউগিনি।