পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ডাক পেলেও যাচ্ছেন না তাসকিন আহমেদ। ইংল্যান্ড সিরিজের আগে আপাতত অনুশীলনের দিকেই মনোযোগ দিতে চান চোটের কারণে বিপিএলের শেষের অংশ মিস করা এই পেসার।
গত ৩০ জানুয়ারি বিপিএলের সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। এমআরআইয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার ধরা পড়ে। ইংল্যান্ড সিরিজের কথা ভেবেই এরপর ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে।
এর মধ্যেই পিএসএলের দল মুলতান সুলতানস থেকে ডাক পান এই পেসার। তবে ফিজিওর সঙ্গে পরামর্শ করে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। জানা গেছে, চাইলে খেলতে পারতেন। তবে ইংল্যান্ড সিরিজের আগে ঝুঁকি নিতে চাননি। প্রথমে ১৭ তারিখের মধ্যে তাসকিনকে চেয়েছিল পিএসএলের দলটি, এরপর ২৬ ফেব্রুয়ারির মধ্যে তিনটি ম্যাচে খেলার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তাসকিন যাচ্ছেন না।
গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় আইপিএল থেকে ডাক পাওয়ার কথা উঠেছিল তাসকিনকে নিয়ে। সেবারও প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তিনি। পরে বিসিবি এ জন্য তাঁকে আলাদা করে একটা সম্মানীও দেয়।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ এটা। তো কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, ওখানে গিয়ে আমি এ খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আক্ষেপ নেই।’
আজ একাডেমি মাঠে বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কাজ করতে দেখা গেছে তাসকিনকে।
এদিকে পিএসএল খেলতে এ মুহূর্তে পাকিস্তান আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলে তাঁর দল ফরচুন বরিশাল এলিমিনেটরে বাদ পড়ার পর পেশোয়ার জালমির হয়ে খেলতে যান তিনি। এরই মধ্যে একটি ম্যাচ খেলেছেনও। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে থাকার কথা তাঁর।