আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজ আইসিসি টিভি ওয়েবসাইটে

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এ সিরিজের খেলা কোনো সম্প্রচারকারী দেখাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে, আয়ারল্যান্ড সিরিজের খেলা দেখা যাবে আইসিসি ডট টিভিতে।

রাতে পাঠানো বার্তায় বিসিবি জানিয়েছে, বাংলাদেশের সমর্থকেরা আয়ারল্যান্ড সিরিজের খেলা আইসিসি টিভি ওয়েবসাইটে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের নিবন্ধনে টাকা লাগবে না। যাঁরা নতুন এই চ্যানেল ব্যবহার করে খেলা দেখবেন, তাঁদের জন্য নিবন্ধন-প্রক্রিয়াও জানিয়েছে বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং সেখানে অ্যাকাউন্টও করা যাবে বিনা মূল্যে।

যাঁদের আগেই এই চ্যানেলে নিবন্ধন করা আছে তাঁদের নতুন করে নিবন্ধন করতে হবে না। চ্যানেলে সাইন ইন করে ঢুকলেই খেলা দেখা যাবে। চেমসফোর্ডে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে।

গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ

এর আগে ওয়ানডে সিরিজ কোন সম্প্রচারকারী দেখাবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। আইসিসি টিভির ওয়েবসাইটে অবশ্য দেখাচ্ছিল, সিরিজের তিনটি ম্যাচই তারা সম্প্রচার করবে। তবে এই ওয়েবসাইট থেকে বাংলাদেশে খেলা দেখা যাবে কি না, সেটি তখন পর্যন্ত নিশ্চিত ছিল না। এর আগে গত বছর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা অবশ্য দেখা গিয়েছিল এই ওয়েবসাইটে।

ক্রিকেট আয়ারল্যান্ডের কাছ থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো বাংলাদেশে দেখানোর স্বত্ব কিনে নিয়েছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। কিন্তু বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলই এই সিরিজ প্রচার করবে না। কারণ কোনো চ্যানেলের কাছেই স্বত্ব বিক্রি করতে পারেনি টিএসএম।