নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিরছেন নাজমুল হোসেন
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিরছেন নাজমুল হোসেন

তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক হয়ে ফিরছেন নাজমুল

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অধিনায়ক হয়ে দলে ফিরেছেন নাজমুল হোসেন। চোটের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে খেলায় ফিরবেন নাজমুল।

দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। বিশ্রামে গেছেন সিরিজের প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন দাস। পিঠের অস্বস্তির কারণে শেষ ম্যাচে খেলছেন না তামিমও।

লিটন জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন। কিন্তু এখনো জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হননি। সে জন্য প্রথম ডানহাতি এ উইকেটকিপার–ব্যাটসম্যান শেষ ম্যাচটি খেলতে চাননি।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে ৪৪ রান করনে তামিম ইকবাল

চোট থেকে ফেরা তামিম গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির কথা বলেছেন। তিনি এর মধ্যেই এক দিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না এই বাঁহাতি ওপেনার।

শেষ ওয়ানডের দলে নেই মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার ও খালেদ আহমেদ। এর মধ্যে চোটের সঙ্গে লড়ছেন পেসার তানজিম। তাঁর বদলি হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই দলে ডাকা হয় হাসানকে। বিশ্বকাপের আগে তানজিমকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি।

তৃতীয় ওয়ানডে ম্যাচের দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।