নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ৬ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম
নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ৬ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং

শরীফুল এগোলেন ৩২ ধাপ, সাকিবকে সরিয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজ

তিন ম্যাচে ৬ উইকেট। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শরীফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‍্যাঙ্কিংয়েও পেলেন শরীফুল। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছেন ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ।

বাংলাদেশের বোলারদের মধ্যে ক্রমানুসারে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। সিরিজটা না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্রিকেট থেকে আপাতত দূরে থাকা সাকিব।

টি–টোয়েন্টি ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন

ব্যাটিংয়ে বাংলাদেশের কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে (২৩)। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছেন ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন (৬৬) পিছিয়েছেন ৬ ধাপ। ৬ ধাপ পেছানো সাকিব নেমে গেছেন ৭০-এ।

ব্যাটিং-বোলিংয়ে পেছালেও সাকিবই ধরে রেখেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষ স্থান।

টেস্ট ব্যাটিংয়ে সেরা দশে ফিরেছেন বিরাট কোহলি

বাংলাদেশের খেলোয়াড়দের বাইরে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন বলতে বিরাট কোহলির টেস্টের ব্যাটিংয়ে শীর্ষ দশে ফেরা। সেঞ্চুরিয়ন টেস্টের ৩৮ ও ৭৬ রানের ইনিংস চার ধাপ এগিয়ে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানকে। কোহলি এখন আছেন ৯ নম্বরে। ২০২২ সালের মার্চের পর প্রথমবার শীর্ষ দশে উঠলেন কোহলি।